দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের তরুণ সংগীতশিল্পী বুশরা শাহরিয়ার এবার জি-বাংলার অভিজিৎ সঙ্গে দেখা যাবে। গেলো ডিসেম্বরে কোলকাতার নায়ক ওম-এর সঙ্গে নতুন বউয়ের চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিলেন।
দেশের তরুণ সংগীতশিল্পী বুশরা শাহরিয়ার গানের সঙ্গে অভিনয় দিয়েও সবাইকে মুগ্ধ করছেন। গেলো ডিসেম্বরে কোলকাতার নায়ক ওম-এর সঙ্গে নতুন বউয়ের চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিলেন।
সেই রেশ কাটতে না কাটতেই এবার তিনি হাজির হচ্ছেন কোলকাতার জনপ্রিয় টিভি অভিনেতা অভিজিৎ ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে। অভিজিৎ জি-বাংলার ‘স্ত্রী’ সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।
কণ্ঠশিল্পী বুশরা জানিয়েছেন, এবারের গানটিও তিনি নিজের কথা-সুরে কণ্ঠ দিয়েছেন। নাম দেওয়া হয়েছে ‘প্রাণের বৈশাখ’। এটির সংগীতায়োজন করেন ভারতের অমিত চ্যাটার্জি। গানটির ভিডিওতে বুশরার বিপরীতে মডেল হিসেবে হাজির হচ্ছেন ওপার বাংলার অভিনেতা অভিজিৎ ভট্টাচার্য। ব্যাপক আয়োজনে এই ভিডিওটি নির্মাণ করেছেন সৌমেন সুর। সম্প্রতি শুটিংও হয়েছে কোলকাতাতেই।
সংবাদ মাধ্যমকে বুশরা আরও জানিয়েছেন, বাংলাদেশের কোমল পানীয় প্রাণ লিচির ব্যানারে এবার কোলকাতায় আয়োজন করা হচ্ছে ‘প্রাণের বৈশাখ’ নামে এক বিশাল মেলা। মূলত এই আয়োজনের অংশ হিসেবেই গানটি তৈরি করেছেন।
তিনি আরও বলেন, ‘আমরা বাঙালীরা কতোটা জাঁকজমকভাবে বাংলা নতুন বছরকে বরণ করি সেটি একটি গল্পের মধ্যদিয়ে তুলে ধরা হয়েছে এই গান এবং ভিডিওটির মাধ্যমে। পুরো কাজটিতে আমাদের চেষ্টা এবং শ্রমের কোনও কমতি ছিলো না। আশা করছি বৈশাখের অন্যতম গান হয়ে এটি সবার মনেই স্থান করে নেবে।’
বুশনা জানিয়েছেন, চলতি মাসের শেষ সপ্তাহে ‘প্রাণের বৈশাখ’ গানটির ভিডিও ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাবে বলে আশা করা হচ্ছে।
This post was last modified on মার্চ ১৫, ২০১৮ 11:52 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে চামড়ায় টান ধরা নতুন কোনো বিষয় নয়। তবে সমস্যা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অসতর্কতাবশত: হাত থেকে পড়ে গেলেও ফোনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওজন কমাতে গিয়ে তাড়াহুড়ো করা যাবে না, কারণ তাড়াহুড়া করলেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হতে চলেছে সুপারস্টার শাকিব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতিশালের মধ্যে ঘুমোচ্ছে পুচকে একটি বাচ্চা হাতি। শাবকের ঘুম ভাঙাতে…