দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জীবনে দুটি জিনিস দরকার,খাবার আর ভালবাসা। ভালবাসা চাইলেই পাওয়া যায়না তবে খাবার কিন্তু একটু খুঁজলে অনেক পাওয়া যায় মাশা-আল্লাহ্! আর সাথে খাবারের জায়গাটায় শান্তি থাকলে পুরা দিনটাই ভাল যায়।
কেমন হয় যদি রিক্সায় বসে পিৎজা খেতে পারতেন। দোলনায় দুলতে দুলতে পেতেন সেট মেনু!
শুধু খেতে আমরা কেউ ই যাইনা,খাবার কমবেশি সব জায়গাতেই মোটামোটি পাওয়া যায়, তা নাহলে সবাই বাসাতেই খেতাম, যে জায়গাটার কথা বলছি জায়গাটা সত্যিই অসাধারণ। সব মিলিয়ে দারুন একটা জায়গা। ঢুকেই পাশে সামনাসামনি ২টা রিক্সা আর ২টা দোলনা। এই রিক্সা আর দোলনাই একটা অন্য মাত্রা এনে দিছে। যারা রিক্সায় কি দোলনায় দুলতে চাননা তাদের জন্য নরমাল সিটও আছে। বাসায় চেয়ার টেবিলে তো ডেইলিই খাওয়া হয়,দোলনাতে বসে তো আর বাসায় খাওয়া হয় না, তাই দোলনাতেই বসতে মন চাইবে।
ওনারা ওখানে যাওয়ার পরপরই একটা ড্রিংক্স দেন সেটাও ভালই। আমাদের একটা ধারণা কাজ করে যে ধানমন্ডি, খিলগাঁও, বেইলি রোড টাইপ ছাড়া অন্য এলাকার খাবার হয়ত অতটা মজা হবেনা, কিন্তু এখানকার প্লেসটা যেমন সুন্দর, খাবারটাও তেমনই সুন্দর। আর ওনাদের ব্যবহার খুবই ভাল। আরেকটা স্পেশাল দিক হল ওনাদের মিউজিক, মিউজিকগুলো পরিবেশের সাথে এমনভাবে মিশে যায় যে মনে হবে জীবনে ঝামেলা বলতে কিছু নাই, পুরাটাই আনন্দ।
টেস্ট একেকজনের একেকরকম, কম বেশি হবেই কিন্তু এখানে গেলে অবশ্যই মনে হবে যে ভাল একটা শান্তির জায়গায় এসেছিলাম।
জীবনে একবার দোলনায় দুলতে কি রিক্সায় খেতে খেতে ভাল একটা দিন কাটাতে হলেও একবার অন্তত আসা উচিত এখানে।
মেন্যু-
(Click on the Image for Full Screen View)
ঠিকানা-
OFF BEAT Food Fusion
রোড নং -১৯ , দক্ষিণ বনশ্রী প্রোজেক্ট রোড ,শাপলা বিল্ডিং এর বিপরিতে।
ঢাকা, বাংলাদেশ।
Facebook Page Link- https://www.facebook.com/OFF-BEAT-Food-Fusion-584173245257066/