দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রয়াত কিংবদন্তী অভিনেতা বুলবুল আহমেদকে নিয়ে গান লিখেছেন তার কন্যা অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। আবার সেই গানে কণ্ঠও দিয়েছেন তিনি।
এই গানটিতে সুর করেছেন মুরাদ নূর। দীর্ঘদিন পর অভিনয়ে ফিরে ঐন্দ্রিলা বলেছিলেন, এটা আসলে তার বাবার জন্য ফেরা। স্মৃতি ধরে রাখতে বাবা বুলবুল আহমেদকে নিয়ে লিখেছেন জীবনীগ্রন্থ, তৈরি করেছেন একটি প্রামাণ্যচিত্র। এবার ‘আমি তোমার উত্তরসূরী, আমি তোমায় নিয়ে গর্ব করি’ এমন কথায় বাবার জন্য লিখেছেন এবং গাইলেন সেই গান।
সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে ‘উত্তরসূরী’ শিরোনামে এই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির সংগীতায়োজন করেছেন রাজন সাহা।
এই বিষয়ে ঐন্দ্রিলা বলেছেন, আমার বাবা মহানায়ক বুলবুল আহমেদের জন্যই আজ আমি ঐন্দ্রিলা। আমি কোনো গায়িকা নই। একান্তই নিজের জন্য গান গাই। দেশে আসার পর মুরাদ নূর এবং আমার কয়েকটি গান করার প্ল্যান করি। ফেসবুকে লেখা কবিতায় নূর সুর করার কথা বললো, আমিও তাতে সানন্দে রাজী হলাম। আসলে পৃথিবীর সকল বাবাদের জন্যই গানটি করা। তাই সব সন্তানই গানটি অন্তরে লালন করে গর্বিত হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।