দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরীর ছবিতে এবার অভিনয় করতে চলেছেন ঢাকায় চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় মুখ শাকিব খান।
ঢালিউডে বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা হলেন পরীমনি। । নায়িকা পরীমনি এখন প্রযোজক। তার সংস্থার প্রথম সিনেমা নিয়ে চলছে ব্যাপক তোড়জোর। এবার জানা গেলো সেই সিনেমায় অভিনয় করতে চলেছেন চিত্রনায়ক শাকিব খান। ছবিটি নির্মাণ করবেন মালেক আফসারী। ছবিটির নাম ঠিক না হলেও সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবেও থাকবেন পরীমনি নিজে।
বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমকে পরিচালক মালেক আফসারী বলেছেন, ‘পরীর প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম সিনেমা করার কথা ছিল আমার। শর্ত দিয়েছিলাম, শাকিব খান না হলে সিনেমাটি করবো না। গত সপ্তাহে পরী আমার শর্তে রাজিও হয়েছেন। ইতিমধ্যে শাকিবের সঙ্গে কথাও বলেছেন তিনি। শীঘ্রই শুটিংয়ের ডেট দেবেন শাকিব খান।’
অ্যাকশন ঘরানার সিনেমাটির কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। ইতিমধ্যে সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজও শুরু হয়েছে। সিনেমাটির শুটিং শুরু হবে আগামী মে মাসে।
এই প্রযোজনা সংস্থার দ্বিতীয় সিনেমার নাম ‘ক্ষত’। শামীম আহমেদ রনী পরিচালিত সিনেমাটিতে পরীমণির বিপরীতে অভিনয় করবেন নায়ক জায়েদ খান।
উল্লেখ্য, শাকিব-পরীকে ‘আরো ভালোবাসবো তোমায়’ নামের একটি সিনেমাতে একসঙ্গে দেখা গেছে। তবে এবার নায়িকা পরীমনি ও প্রযোজক পরীমনি একসঙ্গে থাকছেন শাকিব খানের পাশে।
This post was last modified on মার্চ ২৬, ২০১৮ 9:30 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১১ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিকিত্সকরা জানিয়েছেন, নিয়মিতভাবে বাইরের তেল-মশলাদার খাবার খাওয়ার অভ্যাসের কারণে বেড়ে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মহার এবং পারিবারিক মূল্যবোধ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পাচ্ছে খ্যাতিমান চলচ্চিত্রগুলো। শুধু তাই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতে জম্মু ও কাশ্মীরের অন্যতম পর্যটন কেন্দ্র পেহেলগামে এক সন্ত্রাসী…