দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের অনেকের জানা নেই যে, কোন দেশের মানুষ সবচেয়ে বেশি পরিশ্রমী? এক গবেষণায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। আজ সেটি জেনে নিন।
এক গবেষণা পত্রের উদ্বৃতি দিয়ে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মেক্সিকোর নাগরিকরা বিশ্বের সবচেয়ে বেশি পরিশ্রমী মানুষ! অপরদিকে জার্মানির নাগরিকরা সবচেয়ে বেশি কম পরিশ্রমী বলে দাবি করা হয়েছে নতুন ওই গবেষণায়। বিভিন্ন দেশের গড় কাজের সময় বিশ্লেষণ করে অর্গানাইজেশন ফর ইকনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) এই গবেষণাটি চালিয়েছে। বিশ্বের ৩৫টি দেশকে নিয়ে করা ওই গবেষণায় নেই বাংলাদেশ ও ভারতের নাম।
ওইসিডি’র ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর একজন নাগরিক বছরে গড় ২ হাজার ২৫৫ ঘণ্টা কাজ করে থাকেন। উত্তর আমেরিকার এই দেশের নাগরিকেরাই নাকি বিশ্বের সবচেয়ে বেশি পরিশ্রমী নাগরিক।
জানা যায়, ওই গবেষণা প্রতিবেদনে পরিশ্রমী দেশের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কোস্টারিকা। মধ্য আমেরিকার এই দেশের নাগরিকরা বছরে গড়ে ২ হাজার ২১২ ঘণ্টা করে কাজ করেন। কোস্টারিকাকে বিশ্বের ‘সবচেয়ে সুখী’ দেশের খেতাবও দেওয়া হয়। বিশ্ব জুড়ে ‘হ্যাপি প্ল্যানেট ইনডেক্স’ এর র্যাঙ্কিং এ ভিয়েতনাম, কলম্বিয়ার সঙ্গে কোস্টারিকার নামও রয়েছে বলে উল্লেখ করা হয়।
ইউরোপভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে পরিশ্রমী গ্রিসের নাগরিকরা। এই দেশটির মানুষরা বছরে গড়ে ২ হাজার ৩৫ ঘণ্টা করে কাজ করেন। ওইসিডি’র রিপোর্টেও চতুর্থ স্থানে রয়েছে গ্রিস। তৃতীয় ও পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও চিলি।
ওই তালিকার মধ্যে ১৬ নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। এখানকার নাগরিকরা বছরে গড়ে ১৭৮৩ ঘণ্টা করে কাজ করেন। প্রযুক্তির দিক হতে অনেক এগিয়ে থাকলেও জাপানের নাম ওইসিডি’র তালিকায় রয়েছে একেবারে ২২ নম্বরে। এই দেশটির নাগরিকরা বছরে গড়ে ১ হাজার ৭১৩ ঘণ্টা কাজ করেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
This post was last modified on মার্চ ২৮, ২০১৮ 1:36 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটু হাঁটাহাঁটি করলেই দরদর করে ঘাম হচ্ছে। যতোদিন এগোবে, গরম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের কারণে বিশ্বব্যাপী পণ্যের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের ক্ষুদ্রতম পেসমেকারটি ছোট একটি চালের দানার মতো আকার। এতেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের শিল্পী সমাজের একাংশ প্রতিবাদ জানিয়েছেন ফিলিস্তিনে ইসরায়েলের চালানো গণহত্যার।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার কারণে ৫ বাংলাদেশিসহ চার শতাধিক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাছে ঝুলন্ত একটি কুমিরকে লেজ দিয়ে পেঁচিয়ে ফেলেছে এক অজগর।…