দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড তারকা রণবীর কাপুর – দীপিকা পাডুকনের ব্লকবাস্টার হিট ছবি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি‘। দুঃখজনক খবর হচ্ছে রোমান্টিক-কমেডি টাইপ ছবিটির এরকম সাফল্যমন্ডিত পথে হোঁচট খাওয়ার ঘটনা ঘটেছে। পানীয় ‘রুহ আফজা‘ তৈরীর রেসিপি নিয়ে ‘আপত্তিকর’ সংলাপ থাকার কারণে দিল্লী হাইকোর্ট ছবিটি টেলিভিশনে প্রচারে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন নির্মাতাদের।
জানা যায়, দিল্লী হাইকোর্টের একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যেখানে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিটি টেলিভিশনে সম্প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যেই ১০০ কোটি রুপি আয় করা ছবিটির ব্যাপারে বিচারপতি মনমোহন সিং শুধুমাত্র এই ছবিটি প্রেক্ষাগৃহে প্রচারের অনুমতি দিয়েছেন বলে জানা যায়। কিন্তু টেলিভিশনে সম্প্রচার এবং সিনেমা হল থেকে কোনরকম ভিডিও নির্মাতারা প্রচার ও প্রকাশ করতে পারবে না – এই রকম আদেশই আপাতত জারি করা হয়েছে আদালত থেকে।
রুহ আফজা’র প্রস্তুতকারক প্রতিষ্ঠান হার্মদার্দ ন্যাশনাল ফাউন্ডেশন রুহ আফজা প্রস্তুতের রেসিপি সম্পর্কে আপত্তিকর মন্তব্য থাকার কারণে আয়ান মুখার্জী পরিচালিত ‘ ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিটির বিরুদ্ধে দিল্লী হাইকোর্টে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয় – হামদার্দ ফাউন্ডেশনের প্রস্তুতকারী পণ্য রুহ আফজার নামটি ভারত ছাড়াও সারা পৃথিবীতে বেশ সুপরিচিত। কিন্তু এই ছবিতে ইউনানী রেসিপি নিয়ে আপত্তিকর সংলাপের জন্যই এই ছবির নির্দেশক , প্রযোজক এবং চিত্রনাট্য লেখকের বিরুদ্ধে এই কোম্পানিটি আদালতের মাধ্যমে একটি মামলা দায়ের করে তাদের কোম্পানির সুনাম রক্ষার্থে, যার শুনানি আগামী মাসের ১৬ তারিখ ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ চারজন চরিত্রের আবেগ ভালোবাসা, জীবনের উত্থানপতন নিয়ে বন্ধুত্বময় ছবি। জীবনে আসা যে কোন বাধা পেরিয়ে ভবিষ্যৎ এর কথা না ভেবে বর্তমানের প্রতিটি মূহুর্ত সুন্দরভাবে, শান্তিতে বাঁচার দর্শন দেখিয়েছেন পরিচালক এই ছবিতে। ছবির সবকটি গানও বহুদিন ধরেই জায়গা করে আছে বলিউডের টপচার্টে এবং এর মধ্যে ‘বাততামিজ দিল’ গানটি বেশি দর্শকপ্রিয়তা পেয়েছে। ছবিটি ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। আমেরিকাতেই মুক্তি পেয়েছে ১৬২টি থিয়েটারে, পাশাপাশি ‘দেবদাস’ এর পর দ্বিতীয় ছবি হিসেবে ছবিটি মুক্তি পেয়েছে ইসরাইলেও। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিটিতে রণবীর-দীপিকার সঙ্গে অভিনয় করেছেন আদিত্য রয় কাপুর এবং কাল্কি কোচলিন। এছাড়া স্পেশাল আইটেম গান ‘ঘাগড়া’তে নেচেছেন বলিউড ড্যান্স কুইন মাধুরী দীক্ষিত। তবে এত কিছুর মধ্যে ১০০ কোটি ব্যবসা করা ছবিটির ঝলমলে পথে কালিমা হয়েই থাকবে টেলিভিশনে সম্প্রচারে নিষেধাজ্ঞার ব্যাপারটি।
তথ্যসূত্রঃ টাইমস অফ ইন্ডিয়া
This post was last modified on জুন ১৩, ২০১৩ 11:21 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…