শিশুদের নিরাপদ রাখতে গুগল প্লে স্টোরের অসামাজিক অ্যাপস ইন্সটল বন্ধ করবেন যেভাবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এখন ৫ বছর থেকে শুরু করে সকল বয়সী শিশুরা স্মার্টফোন ব্যবহার করে। আমরা অনেকেই খোজ রাখি না আমাদের সন্তানরা প্লে স্টোর থেকে কোন ধরনের অ্যাপস ইন্সটল করে। সন্তানকে অসামাজিক অ্যাপস ইন্সটল করা থেকে বিরত রাখার উপায় জেনে নিন।

বর্তমানে ৫ বছর থেকে শুরু করে সকল বয়সী শিশুরা স্মার্টফোন ব্যবহার করে। আধুনিককালে শিশুরা শুধু ফোন ব্যবহারই করতে পারে না তারা কিভাবে অ্যাপস ইন্সটল করতে ও ডাউনলোড করতে হয় তাও জানে। অনেকেই খোঁজ রাখি না আমাদের সন্তানরা প্লে স্টোর থেকে কোন ধরনের অ্যাপস ইন্সটল করে। স্মার্টফোনের গুগল প্লে স্টোরে সব ধরনের অ্যাপস পাওয়া যায়। আপনি কখনই চাইবেন না যে আপনার সন্তান ঐ সকল অসামাজিক অ্যাপসগুলো ফোনে ইন্সটল করুক। কারণ এই সকল অ্যাপস ব্যবহার করেই আপনার সন্তান বিভিন্ন খারাপ ওয়েবসাইটে প্রবেশ করছে এবং অনেক অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়ছে।

আজ আমরা শিখবো কিভাবে প্লে স্টোর থেকে অসামাজিক অ্যাপসগুলো অদৃশ্য করে রাখা যায়, যেন আপনার সন্তানের স্মার্টফোনের প্লে স্টোরে খারাপ অ্যাপস গুলো দেখা না যাই।

Related Post

এর জন্য আপনাকে যেটা করতে তা হলঃ

১। প্রথমে আপনার সন্তানের স্মার্টফোনের প্লে স্টোরে প্রবেশ করুন।
২। সেখানে উপরে বাম কোণে তিনটা দাগ দেওয়া আছে ঐ খানে টাচ করুন।
৩। তারপর ঐখানে Settings এ গিয়ে Parental Controls এ ক্লিক করুন।
৪। Parental Controls অন করার জন্য একটি ইচ্ছে মত pin নম্বর দিয়ে activate করুন।
৫। Parental Controls এর মধ্যে apps and games এ ক্লিক করুন।
৬। apps and games এর মধ্যে দেখুন Rated for 3+/Rated for 7+/ Rated for 8+/ Rated for 12+/Rated for 16+/Rated for 18+ ইত্যাদি আছে। আপনার সন্তানের বয়স অনুযায়ী আপনি সিলেক্ট করে SAVE করুন।

এখন আর আপনার সন্তানের ঐ ফোনের প্লে স্টোরে তার বয়সের অনুপযোগী অ্যাপসগুলো শো করবে না। আমার মতে ১৫ বছরের নিচের শিশুদের জন্য ৩+ বা ৭+ সিলেক্ট করাই উত্তম। তাহলে সব থেকে বেশি সেভ থাকা যায়।

This post was last modified on জানুয়ারী ৭, ২০২১ 2:54 অপরাহ্ন

রায়হান মালিথা

Recent Posts

নখ দেখেই বোঝা যাবে রোগ হয়েছে কি না!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়স বৃদ্ধির পর নখ কিছুটা হলেও ভঙ্গুর হতেই পারে। আবার…

% দিন আগে

তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ “কৃষি-উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করার পাশাপাশি সরকার তাদের বিকাশে সকল…

% দিন আগে

বিস্ময়কর এক রোবট অ্যাটলাসের গল্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের চেয়ে ভালোভাবে তো একটি রোবট শরীরকে কখনই নিয়ন্ত্রণ করতে…

% দিন আগে

প্রথম পারিশ্রমিক ছিলো ৫০ রুপি: বর্তমানে প্রতি ছবিতে নেন ২০ কোটি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনেতা যশ। যিনি সবার…

% দিন আগে

গাজার যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনছে না ইসরায়েল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি করতে…

% দিন আগে

ভারতে গাধার দুধ বিক্রি হচ্ছে সাড়ে ৬ হাজার টাকা লিটার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের সমাজে গাধা নামক প্রাণীটি কঠোর পরিশ্রমের রূপক হিসেবে প্রচলিত।…

% দিন আগে