দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত বছর দূষিত বায়ুর কারণে বিশ্ব মিডিয়ায় শিরোনাম হয়েছিল ভারতের রাজধানী দিল্লি। এবার মিডিয়ার খবর হলো বিশ্বের সবচেয়ে দূষিত ১৫ শহরের মধ্যে ১৪টিই ভারতের!
বিশ্ব বায়ু দূষণ পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) প্রকাশিত ডাটাবেজে এমন তথ্য উঠে এসেছে। বিশ্বের ১০০টি দেশের ৪ হাজারের বেশি শহরের দূষণের তথ্যের ভিত্তিতে গত বুধবার জেনেভায় ওই তালিকাটি প্রকাশ করে হু। সেখানে দেখা যায়, বিশ্বের সবচেয়ে দূষিত ১৫টি শহরের মধ্যে ১৪টিই হলো ভারতের! জিনিউজ ও টাইমস অব ইন্ডিয়ার খবরে এই তথ্য উঠে এসেছে।
দেশটির সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষস্থান দখল করেছে ভারতের রাজধানী দিল্লি। সাংঘাতিক দূষণের তালিকার মধ্যে ভারতের অন্য শহরগুলো হলো- কানপুর, ফরিদাবাদ, বেনারস, গয়া, পাটনা, লক্ষ্ণৌ, আগ্রা, মুজাজফরপুর, শ্রীনগর, গুরগাঁও, পাতিয়ালা, জয়পুর, যোধপুর। বায়ু দূষণ শহরের এরপরই রয়েছে কুয়েতের আল সালেম ও চীন এবং মঙ্গোলিয়ার কয়েকটি শহর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, পুরো বিশ্বে বায়ু দূষণের কারণে মারা গেছেন ৩ কোটি ৮০ লাখ মানুষ। এরমধ্যে দক্ষিণ এশিয়াতেই মৃত্যু হয়েছে দেড় কোটি মানুষের!
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তার সমীক্ষায় আরও জানিয়েছে, বায়ুতে সূক্ষ্ম ধূলিকণার কারণে হার্টের অসুখ, ফুসফুসের ক্যান্সারসহ অন্যান্য কার্ডিও ভাসকুলার সমস্যায় মারা গেছেন ৭০ লাখ মানুষ।
উল্লেখ্য, বায়ু দূষণের কারণে ৯০ শতাংশ মৃত্যুই হয় কম ও মধ্যম আয়ের দেশগুলোতে। তারমধ্যেও রয়েছে ভারতও। দূষণ হতে বাঁচতে বিভিন্ন দেশ একাধিক উদ্যোগও নিয়েছে। তারমধ্যে ভারতের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার প্রশংসা করা হয়।
This post was last modified on মে ৩, ২০১৮ 12:08 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৫ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…