দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোহাম্মদ আশরাফুলের ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিংয়ের ঘটনায় বাংলাদেশ তার নিজস্ব অহঙ্কার হারিয়েছে বলে মন্তব্য করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। মুশফিক বলেছেন, তাঁর বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো যখন তিনি শুনতে পান যে Anti-Corruption and Security Unit’s (ACSU) আশরাফুলকে জেরা করেছে এবং তাতে আশরাফুল সব স্বীকার করেছেন!
“ক্রিকেট বিশ্বে আমাদের গর্ব ছিলো আমাদের কোনো খেলোয়াড় এরকম অনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। অনেকেই আমাদের খেলোয়াড়কে প্রস্তাব করেছে কিন্তু তারা সেটি ফিরিয়ে দিয়েছে, সেই সাথে আমাদের সুনাম এনে দিয়েছিলো। আমরা খারাপ খেললেও আমাদেরকে দিয়ে কেউ অবৈধ ব্যবসা করতে পারতো না। যদিও এখনও তদন্ত চলছে, কিন্তু যা হয়ে গেলো গত কয়েকদিনে সেটা নিয়ে আমরা মর্মাহত।”
“আমি প্রথমে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলাম, কোনোভাবেই বিশ্বাস হচ্ছিলো না। কিন্তু যখন আশরাফুল ভাই নিজের সংবাদ মাধ্যমে স্বীকার করেছেন আমি কষ্ট লুকাতে পারিনি। বিপিএলের ম্যাচগুলো বাদ দিলেও আন্তর্জাতিক ম্যাচগুলোতে তার ফিক্সিংয়ে অংশ নেয়াটা আমি মেনে নিতে পারছিনা।”
ACSU (আকসু) কে দেয়া স্বীকারোক্তির ওপর ভিত্তি করে গত সপ্তাহে বিসিবি আশরাফুলকে সব ধরণের খেলা থেকে সাময়িক নিষিদ্ধ করেছে। বিগত আট বছরে যে কয়টি ম্যাচের খেলায় আশরাফুল ফিক্সিংয়ে জড়িয়েছেন তার মধ্যে একটি ম্যাচে মুশফিক নিজেই অধিনায়ক ছিলেন। কিন্তু এ বিষয়গুলো তিনি কখনোই আঁচ করতে পারেননি বলে দাবি করেছেন। তবে তদন্তে দোষী সাব্যস্ত হলে মুশফিক উপযুক্ত শাস্তির কথাই বলেছেন।
“আমি তার সাথে অনেকদিন ধরে খেললেও কখনও বুঝতে পারিনি এসব কখন ঘটেছে। মাশরাফি ভাই বলেছেন তিনি আশরাফুলের সাথে ঘুমুতেন, সেই তিনিও বুঝতে পারেননি এসব আসলে কীভাবে ঘটলো! যদি সে দোষী হয়, তবে তাঁকে অবশ্যই শাস্তি পেতে হবে। আমাদের তরুণ খেলোয়াড়রা তাহলে বুঝবে এটা অনেক বড় একটা অপরাধ ছিলো। আপনি কখনোই নিজ দেশের সাথে বেইমানী করতে পারেননা, সেটা আপনি ছোটো খেলোয়াড় হোন আর বড় খেলোয়াড় হোন!”
পরিশেষে মুশফিক এটাও যোগ করেন, যদি আশরাফুল খেলায় ফিরে আসতে পারে তবে তাকে তিনি স্বাগতই জানাবেন। “আমি আশা করবো উনি খুব দ্রুত ক্রিকেটের জগতে ফিরে আসবেন”, বলেছেন অধিনায়ক।
তথ্যসূত্রঃ ক্রিকইনফো
This post was last modified on জুন ১৫, ২০১৩ 1:36 অপরাহ্ন
মোহাম্মদ শাহজালাল ॥ পেসমেকার হল একটি বৈদ্যুতিক যন্ত্র যা হৃদযন্ত্রের (হার্ট) নির্দিষ্ট স্পন্দন বা ধাপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্যাশলেস অর্থনীতির বিকাশ ত্বরান্বিত করতে নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী ও মডেল সানি লিওন আবারও বিয়ের পিড়িতে বসলেন।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্যদের জন্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!…