আজব সাইকেল: যে সাইকেল পানিতেও চলে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজব এক সাইকেল বানিয়েছেন ফরিদপুরের জমির হোসেন। যে সাইকেল যেমন মাটিতে চলে ঠিক তেমনি পানিতেও চলে!

সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা প্রতিভাকে কাজে লাগিয়ে সমাজকে কিছু দিতে চাই। এমনই এক ব্যক্তি হলেন ফরিদপুরের জমির হোসেন। তিনি আবিষ্কার করেছেন ভিন্নধর্মী এক সাইকেল।

শুধু সড়ক নয় সেইসঙ্গে পানিতেও সমানতালে চালানোর উপযোগী করে বাইসাইকেল তৈরি করেছেন ফরিদপুরের এই যুবক জমির হোসেন। নিজ মেধা ও শ্রমে বানানো এই বাইসাইকেল পরীক্ষামূলকভাবে পানিতে চালানোও হয়েছে। সড়কের পাশাপাশি পানিতেও সমানতালে চলতে সক্ষম বিশেষভাবে তৈরি এই বাইসাইকেলটি!

Related Post

বিশেষভাবে তৈরি জমিরের বাইসাইকেলটি পরীক্ষামূলকভাবে পানিতে চালানো হয়। পানিতে চলা এই সাইকেল চালনা দেখতে শত শত স্থানীয় মানুষ ভিড় করে। পায়ে চালিত এই বাইসাইকেলটি তৈরি করা জমির হোসেনের বাড়ি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে। জমিরের বাবার নাম পাচু মাতুব্বর। মোটরচালিত বাইসাইকেল তৈরির পর এবার সে উদ্ভাবন করলো জলে-স্থলে একই গতিতে চলতে পারে এমন বাইসাইকেল। যা পানিতে ঘণ্টায় ২০ হতে ৩০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম।

জমির হোসেন বাই সাইকেল বানানোর বিষয়ে জানিয়েছেন, পানি দিয়ে চলার জন্য পায়ে চালিত প্যাডেলের সাথে পেনিয়াম সেট করে পেছনে স্পিডবোর্ডের পাখার আদলে শক্তিশালী একটি পাখা লাগিয়েছি। পায়ের প্যাডেল একবার ঘুরলে পাখাটি ঘুরবে ৫০ বার। এতে বেশ ভালো স্পিডে পানিতে চলবে সাইকেলটি। বাইসাইকেলটি পানিতে ভাসিয়ে রাখতে ব্যবহার করা হয়েছে নমনীয় বায়ুভর্তি টিউব। যখন বাইসাইকেলটি রাস্তায় চলবে তখন বাতাসবিহিন টিউব সাইকেলের পেছনের একটি বাক্সে রাখা যাবে।

আবার যখন বাইসাইকেলটি পানিতে চলবে তখন শুধু দুটি টিউব হাওয়া দিয়ে বাই সাইকেলের নাট-বল্টুর সঙ্গে লাগিয়ে দিতে হবে। তবে স্থায়ীভাবে পানিতে চালাতে হলে বাই সাইকেলটিতে টিউবের পরিবর্তে পিভিসি পাইপ দিয়েও একইভাবে ব্যবহার করা যাবে। এই বাইসাইকেলে মোটর লাগিয়েও চালানো সম্ভব। যাতে এটি আরও দ্রুতগতি সম্পন্ন হবে। এটি বানাতে খরচ পড়বে মাত্র ১২ হতে ১৫ হাজার টাকার মতো।

জমির হোসেন জানিয়েছেন, যারা সাঁতার জানেন না তারাও এই বাইসাইকেল চালাতে পারবে। সেফটি বেল্ট থাকায় সাইকেলের চালক সিট হতে পড়ে গেলেও চালক পানিতে ভেসে থাকবে।

জানা গেছে, দরিদ্র পরিবারের সন্তান জমির হোসেনের বাবা পাচু মাতুব্বর একজন ভ্যানচালক। জমির গত বছর এসএসসি পাশ করে ফরিদপুর মহাবিদ্যালয়ে ভর্তি হন। তবে পড়ালেখার খরচ মেটাতে না পেরে শেষ পর্যন্ত পড়ালেখা চালিয়ে যেতে পারেনি। পড়ালেখা বাদ দিয়ে নিজে রিকশা-ভ্যান মেরামত ও ইলেকট্রিক কাজ করে যে আয় করেন তার থেকে কিছু বাঁচিয়ে সে নানা উদ্ভাবনী কাজে টাকা খরচ করেন বলে জানিয়েছেন এই উদ্ভাবক যুবক।

সরকারি-বেসরকারি পর্যায়ে কেও যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে তিনি অনেক নতুন কিছুই করতে পারবেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।

This post was last modified on মে ৯, ২০১৮ 2:35 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ডায়েটে প্রতিদিন সকালে অ্যাপর সাইডার ভিনেগার খাচ্ছেন? বেশি মাত্রায় খেলে কী ধরনের বিপদ হতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রোগা হওয়ার জন্য অনেকেই দিনে ২ থেকে ৩ বার এই…

% দিন আগে

ওয়ার্ল্ড স্কলার্স কাপের গ্লোবাল রাউন্ডে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আঞ্চলিক রাউন্ডে দুর্দান্ত পারফরম্যান্স করায় ওয়ার্ল্ড স্কলার্স কাপের গ্লোবাল রাউন্ডের…

% দিন আগে

বেসিস নির্বাচনে ওয়ান টিমের সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের তথ্যপ্রযুক্তিখাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড…

% দিন আগে

একইসঙ্গে দুই পর্দা ব্যবহার করা যায় এমন ল্যাপটপ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার এমন একটি ল্যাপটপ বাজারে এলো যা একইসঙ্গে একাধিক কাজ…

% দিন আগে

নতুন সিনেমায় যুক্ত হলেন মিষ্টি জান্নাত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়িকা মিষ্টি জান্নাত অভিনীত বেশ কয়েকটি…

% দিন আগে

কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবার শুরু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে আবারও মিশরের কায়রোতে পৌঁছেছেন ইসরায়েলের…

% দিন আগে