দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে যেনো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারত। এই মুহূর্তে বিশ্বে করোনায় মোট মৃত্যুর এক-চতুর্থাংশই হচ্ছে ভারতে। করোনায় বিপর্যস্ত ভারতের মানুষের এমন অসহায় অবস্থায় ব্যথিত হয়েছেন জয়া আহসান।
সামাজিক মাধ্যমে ভারতীয়দের উদ্দেশে প্রার্থনা এবং সমবেদনা জানিয়েছেন ‘দেবী’ খ্যাত এই অভিনেত্রী জয়া আহসান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়া লিখেছেন যে, ‘মনটাকে জাগিয়ে রাখা সত্যিই কঠিন মনে হচ্ছে আজকাল। এতো ক্ষয়, এতো মৃত্যু, এতো হাহাকার! চারদিকে যেনো শুধু একটাই চিহ্ন- বিয়োগের। আমাদের কতো না আপনজন উষ্ণ হাতের মুঠো ছেড়ে বিদায় নিয়েছেন। যারা মূলত আমাদের আনন্দের সময়ের বন্ধু, বেদনার সময়ের আশ্রয়, বিপদের সময়ের যেনো ভরসা, তারা চলে যাচ্ছেন এক এক করে।’
ঢাকা-কোলকাতার চিত্র প্রায় একই রকম, এমনটা উল্লখ করে জয়া বলেন, ‘চলে গেলেন সৌমিত্র কাকুর মতো মেঘ-সমান উঁচু একজন মানুষ, চলে গেলেন আরও কতো কতো কবি, লেখক, শিল্পী। ঢাকায়, কোলকাতায় একই অন্ধকার ছবি। সমস্ত ভারতেই করোনার ভয়ংকর থাবায় মানুষ বড়ই অসহায়। মন খারাপ করা নিউজ ফিডের সোশ্যাল মিডিয়া যেনো এক মৃত্যুর প্রান্তর।’
এই সময়ের ভয় ও আশঙ্কাকে জয়া চিহ্নিত করেছেন এভাবে- ‘এখন খবরের কাগজ হাতে নেওয়ার আগেই বুক যেনো ধক করে ওঠে, আজ জানি আবার কে…!’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।