দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বব্যাপী আলোচিত বিষয় স্মার্টফোনে ইসরাইলের তৈরি পেগাসাস স্পাইওয়্যারের হামলা। বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর অনেক নেতার ফোনেই এই ভাইরাস ব্যবহার করে হাতিয়ে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সব তথ্য।
এই পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে আড়ি পেতে শোনা হয়েছে সকল ধরনের কথোপকথোনও। বিশ্বব্যাপী সব সময়ই এই ধরনের সাইবার হামলা চালিয়ে থাকে সাইবার দুর্বৃত্তরা। তবে বিশ্বব্যাপী বড় ধরনের সমস্যা না হলেও তা নিউজের শিরোনাম হয় না। এবার ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার বেশ আলোচিত হয়ে খবরটি সবার নজরেই এসেছে।
এই স্পাইওয়ার থেকে ফোনকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, আজ তা জেনে নিন:
# ফ্রি ওয়াইফাই ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কারণ ফ্রি ওয়াইফাই তে অনেক ধরনের ম্যালওয়ার থাকতে পারে। যা আপনার ফোনকে অনিরাপদ করতে তুলতে পারে। সাইবার দুর্বৃত্তরা অনেক সময় ফ্রি ওয়াইফাই ব্যবহারকৃত ফোনকে টার্গেট করে থাকেন।
# ফোনে আড়ি পাতার জন্য অনেক সময়ই ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য দুর্বৃত্তরা বিভিন্ন ধরনের লিংকও ব্যবহার করেন। ফোনে যদি এই ধরনের অপরিচিত সাইটের কোনো লিংক আসে তাহলে তাতে কখনও প্রবেশ করবেন না।
# আপনার ফোন যেনো অন্য কেও যেনো কোনো অবস্থাতেই ব্যবহার করতে না পারেন সেজন্য সব ধরনের লক ব্যবস্থা চালু করে দিন।
# আপনার ফোনের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে এনক্রিপ্ট করে রাখতে হবে। যাতে করে ফোন সাইবার হামলার স্বীকার হলেও দুর্বৃত্তরা আপনার তথ্যগুলো চুরি করতে না পারে।
# তাছাড়াও ফোনের অ্যাপস আপডেট করার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। ফোনের নির্ধারিত ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইট হতে অ্যাপস কখনও আপডেট করবেন না।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।