দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র ২০ ডলার মূল্যমানের একটি স্বর্ণ মুদ্রা বিক্রি হয়েছে ১৮.৯ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশী টাকায় যার দাম পড়ছে প্রায় ১৬০ কোটি টাকা!
ডাবল ঈগল নামে ১৯৩৩ সালের মুদ্রাটি নিউইয়র্কের নিলাম প্রতিষ্ঠান সথবে’র নিলামে বিক্রি হয়। এটির মূল্যমান ছিল মাত্র ২০ ডলার। বিনিময়ের মাধ্যম হিসেবে আমেরিকায় এই মুদ্রা ছাড়া হয়েছিলো। তবে দেশকে হতাশার হাত থেকে বাঁচানোর চেষ্টায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট কখনও মুদ্রাটির অনুমোদনই দেননি। যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই স্বর্ণ মানের মুদ্রা তুলে নেওয়া হয়।
সেই সময় অধিকাংশ মুদ্রা আগুনে গলিয়ে ধ্বংস করে ফেলা হয়েছিলো এবং তা অবৈধ বলে উল্লেখ করা হয়। তবে তারমধ্যে একটি স্বর্ণমুদ্রা রয়ে যায়। যা সম্প্রতি রেকর্ড দামে বিক্রি হয়েছে। নিলামে তোলা মুদ্রার মধ্যে এ পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হয় ডাবল ঈগল।
এই মুদ্রাটি দীর্ঘ সময় ধরে ছিল মিশরের রাজা ফারুকের নিকটে। পরে নিউইয়র্কে এক গোপন অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয়। মুদ্রাটি এক দরদাতাকে বিক্রি করে দেন জুতার ডিজাইনার স্টুয়ার্ট ওয়েটজম্যান। তবে ওই দরদাতার নাম-পরিচয় গোপন রাখা হয়।
ডাবল ঈগলের এক পিঠে রয়েছে নিউইয়র্কের বিখ্যাত সেই লিবার্টি স্মৃতিস্তম্ভের ছবি ও অপর পাশে রয়েছে আমেরিকান ঈগল।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।