দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজী রাকায়েত পূর্বেই জানিয়েছিলেন, তার ‘গোর’ সিনেমা আন্তর্জাতিক বিভিন্ন ভিডিও স্ট্রিমিং মাধ্যমে মুক্তি দেবেন। সেই কথা রেখেছেন তিনি, অনলাইনে মুক্তি পেয়েছে ‘গোর’।
জনপ্রিয় এই অভিনেতা এবং নির্মাতার পরিচালনায় ‘গোর’ আমেরিকান ওটিটি প্লাটফর্ম প্লেক্স টিভি এবং টাইফুন টিভিতে ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশী এই সিনেমাটি পাওয়া যাচ্ছে।
ইতিপূর্বে বাংলাদেশের পাশাপাশি হলিউডে মুক্তি পায় ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘গোর’। ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয় চ্যানেল আইয়ের পর্দায়। ‘গোর’ (দ্য গ্রেভ) এবার অনলাইনে মুক্তি দেওয়া হলো। বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গাজী রাকায়েত।
এই বিষয়ে গাজী রাকায়েত বলেছেন, প্লেক্স টিভি হলো আমেরিকার বিখ্যাত একটি ওটিটি প্লাটফর্ম। সেখানে পৃথিবীর যে কোনো প্রান্ত হতে দর্শকরা ‘গোর’ দেখতে পারবেন। সাবস্ক্রাইব না করেও এভিওডি’র মাধ্যমে (অ্যাডভার্টাইজ ভিডিও অন ডিম্যান্ড) বিনামূল্যে ‘গোর’ সিনেমাটি দেখা যাবে। ১৫ আগস্ট হতেই চলছে সেখানে।
আবার চেষ্টা চলছে আগামীতে ইন্টারন্যাশনাল অন্যান্য প্লাটফর্মেও সিনেমাটি মুক্তি দেওয়ার। ‘গোর’- এর মাধ্যমে প্রথমবার বাংলাদেশী কোনো সিনেমা ওই প্লাটফর্মটিতে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজী রাকায়েত।
পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্যে রয়েছেন গাজী রাকায়েত নিজেই। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ‘গোর’ সিনেমাটি প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর।
একজন গোর (কবর) খোদকের জীবনের গল্পে সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত। এতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান, এসএম মহসিন, মৌসুমী হামিদ, সুষমা সরকার, আশিউল ইসলাম, দীপান্বিতা মার্টিন, শামীমা তুষ্টি প্রমুখ ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ‘গোর’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছরের ২৫ ডিসেম্বর। পরে লস অ্যাঞ্জেলসের উত্তর হলিউড এলাকার লেমলে প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে মুক্তি পায় বাংলাদেশের প্রথম সিনেমা ‘গোর’।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।