দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রচণ্ড গরমে ঘেমে আমরা ব্যাগের ভেতরে থাকা হাতের কাছের ভেজা টিস্যু সহজেই ব্যবহার করি ত্বকের ঘাম মোছার জন্য। কিন্তু আমরা কী জানি এটি আমাদের ত্বকের ক্ষতি হচ্ছে?
ইংরেজিতে এটিকে বলে ‘ওয়েট টিস্যু’। এটি দিয়ে মুখ মুছে নিলেই বেশ আরাম পাওয়া যায়। ঠাণ্ডা ঠাণ্ডা ভাব
ও কোনো ধুলাবালি লেগে থাকে না, মুখও সম্পূর্ণ পরিষ্কার দেখায়। তবে এই জাতীয় টিস্যু কী আমাদের ত্বকের জন্য আদৌ স্বাস্থ্যকর?
সম্প্রতি ইংল্যান্ডের একটি জার্নালে এই ভেজা টিস্যুর প্রভাব নিয়ে এক নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে পরিসংখ্যান দিয়ে দেখানো হয়েছে যে, যারা নিয়মিত এই জাতীয় টিস্যু ব্যবহার করে থাকেন, তাদের ত্বক ক্রমশ রুক্ষ হয়ে যেতে পারে। ত্বকের যে সাধারণ তার কারণ এতে জীবাণু প্রতিরোধকারী এক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকে। সেটি ত্বকের জন্য মোটেও ভালো নয়।
‘ওয়েট টিস্যু’ ব্যবহার করার সমস্যাগুলো:
# এতে জীবাণু প্রতিরোধক এবং সুগন্ধি হিসেবে যে সব রাসায়নিক ব্যবহার করা হয়, তার অনেকগুলোই ত্বকের জন্য ক্ষতি করে। এসবের কারণে ত্বক রুক্ষ হয়, সেইসঙ্গে ত্বকের স্বাভাবিক অবস্থাও হারায়। বিশেষ করে শিশুদের ত্বকে অ্যালার্জির সমস্যাও হতে পারে।
# এই জাতীয় টিস্যু ব্যবহার করলে কী আদৌ জীবাণুর সংক্রমণ কখনও কমতে পারে? নাকি উল্টোটা ঘটতে পারে? বহু চিকিৎসকের মতে, এই টিস্যুর মধ্যে জীবাণু আরও জমে থাকে। ক্রমশ তা বংশবৃদ্ধিও করে। তখন এটি সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায়। যা আপনার ত্বকে দীর্ঘমেয়াদী সমস্যারও সৃষ্টি করতে পারে।
# বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, এই টিস্যু ব্যবহার করার পর বাড়ি ফিরে ত্বক পরিষ্কার করার প্রয়োজনীয়তা অনেকেই অনুভবও করেন না। যে কারণে ত্বকের ময়লা সম্পূর্ণ পরিষ্কার না হয়ে ত্বকেই তা রয়ে যায়।
# টিস্যু হলেও এই ‘ওয়েট টিস্যু’ কোনোমতেই কাগজ নয়। বরং এতে প্লাস্টিকের তন্তুও থাকে। এই তন্তু পরিবেশের জন্য ও স্বাস্থ্যের জন্যও ক্ষতিকারক বটে। তথ্যসূত্র: আরটিভি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।