দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’ ছবি মুক্তির খবরে আগাম টিকিট কিনতে দর্শকরা রীতিমতো হামলেই পড়েছিলেন এই ছবির টিকিট বিক্রির ওয়েবসাইটের ওপর। টিকিটের চাহিদা এতো বেশি ছিল যে, অতিরিক্ত ব্যবহারকারীর চাপ সামলাতে না পেরে ওয়েবসাইটে রীতিমতো ধস নামে!
টিকেট কেনার জন্য এমন হুড়োহুড়ি করার ঘটনা ২০১৯-এর পরে আর দেখাই যায়নি। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ও ‘স্টার ওয়ার্স: দ্য রাইস অব স্কাইওয়াকার’-এর টিকেট নিয়ে এমন কাড়াকাড়ি দেখা যায়। করোনাকালে বক্সঅফিসে টিকেট বিক্রির এমন চিত্র দেখা যায়নি। তাই ওয়েবসাইটে ধস নেমে সাময়িক অসুবিধা হলেও দারুণ খুশি প্রযোজক এবং নির্মাতারা।
বক্স অফিস বিশেষজ্ঞরা এতোদিন আশা করছিলেন, স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির এই ছবি ১০০ মিলিয়নেরও বেশি ব্যবসা করবে। তবে টিকেটের এতো চাহিদা দেখে প্রত্যাশা আরও বেড়ে যায়।
উল্লেখ্য, ‘স্পাইডারম্যান’ চরিত্রে টম হল্যান্ডের এটি তৃতীয় ছবি। ‘স্পাইডারম্যান: নো ওয়ে টু হোম’ ছবিতে টম হল্যান্ডের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে জেনডায়াকে। ছবিতে ‘অট্টো অক্টাভিয়াস’ চরিত্রে অভিনয় করেছেন অ্যালফ্রেড মলিনা। ‘স্পাইডারম্যান’ ছবিটি ১৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।