দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার পাশের মানুষটি দিব্যি বসে আছেন! তবু আপনাকেই যেনো ছেঁকে ধরছে মশার দল। আপনাকে কামড়ে দিচ্ছে মশা! কিন্তু কেনো এমন হয়?
অনেকের মনেই এমন প্রশ্ন আসতে পারে কেনো বেছে বেছে মশা আপনাকেই কামড়ায়? এই প্রশ্ন আপনার মনে প্রায়ই ঘুরপাক খেতে পারে। কোনো উত্তরই আপনি পাননি। আবার আপনার পাশেই বসে থাকা মানুষটিকে মশা কামড়ানো তো দূরের কথা, তার ধার-কাছেও যেনো যাচ্ছে না। কেনো এমনটি হয়! মশারা কেনো আপনার জীবন এভাবে অতিষ্ট করে তুলেছে জানতে চান? জেনে নিন কী কী কারণে মশারা কিছু মানুষকে বেশি কামড়ায়।
# বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মশারা কিছু লোককে সত্যিই বেশি ‘ভালবাসে’ মনে হয়! আসলে তাদের দেহে এমন ধরনের কিছু রাসায়নিক নির্গত হয়ে থাকে, যেমন ধরা যাক ল্যাক্টিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া সেগুলি মশাদের আরও বেশি করে আকৃষ্ট করে।
# আবার ধরা যাক যাদের রক্তের গ্রুপ ‘ও’, তাদের মশা ‘এ’ এবং ‘বি’ রক্তের গ্রুপের চেয়ে একটু বেশিই পছন্দ করে মশা।
# মশার কামড় বেশি খাওয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের জিনও।
# কার্বন ডাই-অক্সাইডকে ধরেই মশারা তাদের কামড়ানোর উপযুক্ত লোক খুঁজে থাকে। যাদের শরীর থেকে বেশি মাত্রায় এই গ্যাসটি নির্গত হয়, তাদেরই মশারা বেশি হামলা করে।
# অন্তঃসত্ত্বা মহিলা কিংবা বেশি মেদযুক্ত মানুষের শরীরের বিপাক হার বেশি হওয়ায় মশা তাদের প্রতি বেশি আকৃষ্ট হয়ে থাকে।
# গাঢ় রঙের জামা পরলেও মশা বেশি ধেয়ে আসে।
# আবার যারা বিয়ার খায় তাদেরও মশা বেশি খায়। এক সমীক্ষায় দেখা গেছে, বিয়ার খাওয়ার পর আমাদের ঘাম থেকে ইথানলের গন্ধ বের হয়। তাতেও বেশি আকৃষ্ট হয় মশার দল। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।