দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন একটি কথা শুনলে অবাক হতেই পারেন, তবে ঘটনাটি সত্যি। ভারতের পশ্চিমবঙ্গের এক যুবকের পেট থেকে বের হলো ২৫০ পেরেক, ৩৫টি কয়েন এবং পাথর উদ্ধার!
ওই যুবকের প্রচণ্ড ব্যাথা হলে শরণাপন্ন হন চিকিৎসকের কাছে। যা শেষ পর্যন্ত গড়ায় অস্ত্রোপচার পর্যন্ত। সেখানেই ঘটে বিপত্তি! অস্ত্রোপচারের সময় সেই যুবকের পেট থেকে একে একে বেরিয়ে আসে ২৫০টি পেরেক, ৩৫টি মুদ্রা এবং বেশ কিছু পাথর কুচি!
সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমানের কৃষ্ণবাটি গ্রামের এক যুবকের নাম মইনুদ্দিন। তার বয়স ৩৮। পূর্ব বর্ধমানের এই ব্যক্তি সুযোগ পেলে পেরেক, কয়েন, এমন কি পাথর খেয়ে ফেলতেন। বাড়ির লোকেরা এই বিষয়ে একদম বুঝতেই পারেননি। তবে কয়েকদিন আগে ওই ব্যক্তি মারাত্মক পেটে ব্যথা অনুভব করতে থাকেন।
তারপরই বর্ধমান মেডিক্যাল কলেজে ওই ব্যক্তিকে ভর্তি করানো হয়। তারপর বিশেষ বোর্ডও গঠিত হয়। এরপর অস্ত্রোপচার করে ওই রোগীর পেট থেকে প্রচুর পরিমাণে পেরেক, কয়েন ও পাথর বের হয়।
চিকিৎসকরা বলেছেন, ২৫০টি পেরেক, ৩৫টি কয়েন ও বেশ কিছু পাথর কুচি বের হয় অসুস্থ যুবকের পেট হতে! তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জানা যায়, দীর্ঘ সময় ধরেই নাকি মানসিক সমস্যায় ভুগছিলেন ওই যুবক। এই বিষয়ে মইনুদ্দিনের ভাই মসলিন উদ্দিন বলেন, “আমার ভাইয়ের মানসিক রোগ রয়েছে। সেজন্য তিনি এসব খেয়ে ফেলেছিলেন। বর্তমানে সে সুস্থ।”
তথ্যসূত্র: https://newsjani.com
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।