দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইংল্যান্ডের এক যাত্রী ট্রেন ছাড়ার আগেই দিয়েছিলেন এক ঘুম। পরদিন সকালে সেই ঘুম যখন ভাঙলো, তখন দেখলেন গন্তব্যের কাছাকাছি পৌঁছানো তো দূর থাক, স্টেশনই ছাড়েনি ট্রেন!
ট্রেনের সিটে বসে চলন্ত ট্রেনের মৃদু দোলায় দু’চোখের পাতা লেগে আসে অনেক সময়। তবে জিম মেটকাফে নামে এক যাত্রী ট্রেন ছাড়ার পূর্বেই দিয়েছিলেন ঘুম। সেই ঘুম যখন ভাঙলো, তখন তিনি দেখেন গন্তব্যের কাছাকাছি পৌঁছনো তো দূর থাক, স্টেশনই ছাড়েনি ওই ট্রেন!
৪৩ বছর বয়সী জিম জানিয়েছেন, কর্মসূত্রে প্রায় ১৫ বছর ধরে স্কটল্যান্ড হতে ইংল্যান্ডগামী রেলের ওই শাখায় যাতায়াত করে আসছেন তিনি। অন্য দিনের মতো রাত সাড়ে ১০ টায় নিজের সিটে পৌঁছে যান তিনি। রাতে গ্লাসগো থেকে রওনা হয়ে পর দিন ভোরেই লন্ডনে পৌঁছে যায় ট্রেনটি। তাই রাতটুকু সাধারণত ট্রেনেই ঘুমিয়ে নেন ট্রেনের যাত্রীরা। সেই মতো জিমও ১১টা নাগাদ ঘুমিয়ে পড়েছিলেন। আর ঘুম ভাঙে পরদিন ভোর ৫টার পর। তবে ঘুম ভেঙে তো তার চক্ষু চড়কগাছ! দেখেন লন্ডন তো নয়, গ্লাসগোতেই ঠায় দাঁড়িয়ে রয়েছে তার ট্রেন!
গোটা ঘটনাটি নিজেই টুইট করে জানান জিম। তিনি জানিয়েছেন, ১৫ বছরের ট্রেনযাত্রার বহু বিচিত্র অভিজ্ঞতা হলেও এমন অভিজ্ঞতা তার এই প্রথম। তাহলে কেনো এমন হলো? ব্রিটেনের সংবাদমাধ্যমকে রেলের পক্ষ হতে জানানো হয়, তীব্র গরমে ব্রিটেনের একাধিক স্থানে ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে তাপমাত্রা। এই তাপ প্রবাহে ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের ট্র্যাকও, যে কারণে বাতিল করতে হয়েছে বহু ট্রেনের যাত্রা। জিম যে ট্রেনে উঠেছিলেন সেই ট্রেনটিও বাতিল হয়ে গিয়েছিলো। ঘুমিয়ে পড়ায় তিনি সেটি আর জানতে পারেননি!
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।