দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘ময়না’র শুটিং শেষ হয়েছে। ‘হিরো হিরো’ শিরোনামের একটি গানের দৃশ্য ধারণের মধ্যদিয়ে শেষ হয় শুটিং। গানটিতে পারফর্ম করেছেন রাজরিপা ও আফফান মিতুল।
এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজরিপা, অপরদিকে আফফান মিতুল অভিনয় করেছেন একজন রকস্টারের চরিত্রে। মোহাম্মদ আলিম উল্যাহ খোকনের কাহিনী অবলম্বনে সিনেমাটির সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ। এটিই পরিচালকের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি।
৫ জন নায়ককে ঘিরে ময়নার জীবন সংগ্রাম চিত্রিত হয়েছে এই সিনেমাটি। আফফান মিতুল ছাড়াও আরও ৪ জন নায়ক হিসেবে অভিনয় করেছেন কায়েস আরজু, আমান রেজা, শিশির ও জিলানী।
সিনেমাটি সম্পর্কে আফফান মিতুল জানিয়েছেন, এই চরিত্রটিতে অভিনয় করার জন্য গিটার বাজানোও শিখেছি। রকস্টারের গেটআপ আনতে নিজের লুকেরও নানা পরিবর্তন এনেছি। আমাকে ওজন কমাতে হয়েছে, এমনকি একটি দৃশ্যের প্রয়োজনে ময়লা আবর্জনা যুক্ত ডোবায়ও নামতে হয়েছে! সাইকোর মতো গিটার বাজাতে বাজাতে একটি দৃশ্যের শুটিংয়ে আমার দুটি আঙুল বেয়ে রক্তও ঝড়েছে। সব মিলিয়ে বেশ পরিশ্রম করতে হয়েছে। তবে আশা রাখি ভালো ফল পাবো। দর্শকরা সিনেমটি দেখে মুগ্ধ হবেন সেটি বলা যায়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।