দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর মাত্র কয়েকদিন পরেই তাদের চার হাত এক হওয়ার কথা। তবে তার আগে কোনওভাবে জানতে পারলেন, পরীক্ষায় ফেল করতে পারেন তার হবু স্ত্রী। এই কথা শুনে তো হবু স্বামীর মাথায় হাত! রাগে স্কুলে আগুন লাগিয়ে দিলেন!
স্ত্রী যদি ফেল করেন, তাহলে তো আরও একবছর তাকে পড়াশোনা করতে হবে। যে কারণে বিয়েটাও পিছিয়ে যাবে। কী করে সমস্ত ব্যাপারটা সামাল দেওয়া যাবে? তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন, গোটা স্কুলটাই তিনি জ্বালিয়ে দেবেন।
এমন বিস্ময়কর ঘটনাটি ঘটেছে মিশরের মেনুফিয়া প্রদেশের একটি গ্রামে। জানা গেছে, ২১ বছর বয়সি এক যুবক একটি স্কুলে আগুন ধরিয়ে দিয়েছে। তারপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই যুবক। স্কুলে আগুন জ্বলছে দেখে স্থানীয় মানুষ পুলিশে খবর দেয়। লুকিয়ে থাকা যুবককে পুলিশের হাতে ধরিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। আগুন লাগার কারণে প্রশাসনিক অফিস পুড়ে গেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়ে গেছে।
স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ। তখনই জেরায় নিজের অপরাধ স্বীকার করে ওই যুবক। সাফ জানিয়ে দেন, সে নিজেই ক্ষিপ্ত হয়ে স্কুলে আগুন লাগিয়েছিল। তারপর সেখান থেকে পালিয়ে গিয়ে কাছের একটি গ্রামে লুকিয়ে ছিল। তবে কেনো সে এমন একটি কাজ করলো? উত্তরে যুবক বলেছে যে, সে জানতে পেরেছিল যে, তার হবু স্ত্রী পরীক্ষায় নাকি ফেল করবে। যে কারণে আবারও এক বছর পড়াশোনা করতে হবে তাকে। পড়াশোনা করলে তো তাদের বিয়েটাও পিছিয়ে যাবে। তখন সে ভাবে যে, যদি স্কুলটিই না থাকে তাহলে তো পরীক্ষাও হবে না। এই ভেবেই সে স্কুল জ্বালিয়ে দেওয়ার মতো কাজটি সে করেছে।
আপাতত তাকে জেল হেফাজতে রাখা হয়েছে। পুলিশের পক্ষ হতে জানানো হয়, এই ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। যতোদিন না তদন্ত শেষ হচ্ছে, ততোদিন জেল হেফাজতেই রাখা হবে ওই যুবককে। অপরদিকে, স্কুলের প্রিন্সিপালের অফিস ও প্রশাসনিক ভবন সম্পূর্ণভাবে পুড়ে গেছে। গুরুত্বপূর্ণ নথিপত্রও নষ্ট হয়ে গেছে। তথ্যসূত্র : সংবাদ প্রতিদিন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।