দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনের কৃষ্ণসাগর অঞ্চলের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে রুশ সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত মানচিত্র থেকে মঙ্গলবার এই তথ্য জানা যায়।
অভিযানের শুরুতেই মস্কো দিনিপার নদীর তীরবর্তী দুদচানি গ্রাম দখলে নেয়। তবে প্রকাশিত মানচিত্রে দেখা যায়, এটি আর রুশ সেনাদের দখলেই নেই। তাদের পিছু হটিয়ে ইউক্রেন বাহিনী এই অঞ্চলটি এখন নিয়ন্ত্রণে নিয়েছে।
এছাড়াও উত্তরপূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের অসকিল নদী তীরবর্তী পশ্চিমাঞ্চলও রুশ সেনারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কিয়েভ বাহিনীর পাল্টা হামলায় তারা পিছু হটতে বাধ্য হয়।
ইউক্রেন বাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে যে, খেরসন অঞ্চলে রাশিয়ান বাহিনীর মনোবল পুরোপুরি ভেঙে পড়েছে। তারা পিছু হটছে ও অস্ত্র ভান্ডার এবং ব্রিজগুলোও ধ্বংস করছে। কারণ হলো তারা চাইছে আমাদের সৈন্যদের আক্রমণকে ধীর গতি করে দিতে।
গত কয়েক সপ্তাহ ধরে কিয়েভ বাহিনী খেরসনের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। তবে সম্প্রতি তা আরও জোরদার হয়েছে।
যুদ্ধপূর্বকালে এই অঞ্চলে অন্তত ১০ লাখ লোকের বসবাস ছিল। এটি গুরুত্বপূর্ণ কৃষি এলাকা ও ক্রিমিয়া অঞ্চলের প্রবেশদ্বার হিসেবেও বিবেচিত।
রুশ সেনাদের পূর্ণ নিয়ন্ত্রণ না থাকা সত্ত্বেও গত সপ্তাহে ক্রেমলিন আরও তিন এলাকার সঙ্গে এই অঞ্চলও রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভূক্তির ঘোষণা দিয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।