দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘বিউটি সার্কাস’ ২৩ সেপ্টেম্বর দেশজুড়ে ১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এবার ‘বিউটি সার্কাস’ যাচ্ছে অস্ট্রেলিয়ায়।
মাহমুদ দিদার পরিচালিত ছবিটি মুক্তির পর হতেই ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। এবার ছবিটি মুক্তি পেতে যাচ্ছে সুদূর অস্ট্রেলিয়ায়।
জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান, ফেরদৌস, এ বি এম সুমন, তৌকীর আহমেদ অভিনীত ছবি ‘বিউটি সার্কাস’ ৯ অক্টোবর মুক্তি দেওয়া হবে অস্ট্রেলিয়ায়। দেশটির সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেড, পার্থ, ব্রিসবেন এবং ক্যানবেরার কয়েকটি প্রেক্ষাগৃহে ছবিটির কিছুসংখ্যক শো চলবে বলে জানিয়েছেন এর নির্মাতা।
২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি নওগাঁর সাপাহার এবং মানিকগঞ্জে সার্কাসের বিশাল যজ্ঞে দুইশত জনের নির্মাণ সঙ্গী নিয়ে প্রায় ২ হাজার গ্রামবাসীর অংশগ্রহণে ‘বিউটি সার্কাস’ এর চিত্রধারণের কাজ করেন এর নির্মাতা। সেজন্য নির্মাতা বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ এবং গ্রাম্যমেলারও আয়োজন করেন।
চলচ্চিত্রটির মধ্যদিয়ে ‘অলাতচক্র’র পর দেশের বড়পর্দায় আবারও হাজির হলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী জয়া আহসান। মুক্তির পর বেশ প্রশংসাও পাচ্ছেন এই অভিনেত্রী। চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করেন শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, মানিসা অর্চি, হুমায়ূন সাধু প্রমুখ।
এই চলচ্চিত্রটিতে ব্যবহৃত হয়েছে ৩টি গান। গানগুলো গেয়েছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী, অ্যাশেজ ব্যান্ডের ইভান এবং টুনটুন বাউল।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।