দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্রুততম সময়ের মধ্যে ৭ মহাদেশ ভ্রমণ করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছেন আলী ইরানি এবং সুজয় কুমার মিত্র নামে দুই ভারতীয় নাগরিক।
তাদের ৭ মহাদেশ ভ্রমণ করতে মাত্র ৩ দিন ১ ঘণ্টা ৫ মিনিট ৪ সেকেন্ড সময় লেগেছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাসরত এই দু’জনই ঘুরতে খুব পছন্দ করেন। উভয়ে মিলে ইতিপূর্বে বহু দেশ এবং ঐতিহাসিক স্থাপনা সফর করেছেন। তবে এই ঘোরার নেশাই যে তাদের বিশ্ব রেকর্ডের খাতায় নাম তুলে দেবে তা কখনও ভাবতেও পারেননি দুজনই।
গিনেস বুক কর্তৃপক্ষ বলেছে, ৩ দিন ১ ঘণ্টা ৫ মিনিট ৪ সেকেন্ডে ৭ মহাদেশ ভ্রমণ করে ‘দ্রুততম সময়ে ৭ মহাদেশ ভ্রমণ’ এর নতুন রেকর্ড গড়েছেন আলী ইরানি এবং সুজয় কুমার। গত বছরের ৪ ডিসেম্বর তারা অ্যান্টার্কটিকা থেকে যাত্রা শুরু করেছিলেন। এই ৭৩ ঘণ্টার মধ্যে আলী হোসেন ইরানী এবং সুজয় কুমার মিত্র এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়া সফর করেছেন। এই দীর্ঘ পথ সফর শেষে তারা গত ৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্ন পৌঁছে যান।
উল্লেখ্য যে, এতোদিন দ্রুততম সময়ে ৭ মহাদেশ ভ্রমণের রেকর্ডটি ছিল সংযুক্ত আরব আমিরাতের এক তরুণীর। ২০২০ সালে ৮৬ ঘণ্টা ৪৬ মিনিট ৪৮ সেকেন্ডে ৭ মহাদেশ ভ্রমণ করেছিলেন তিনি।
নতুন রেকর্ড গড়ার পর আলী ও সুজয় বলেন, ‘আজ আমরা রেকর্ড ভেঙেছি। কাল আবার অন্য কেও আমাদের এই রেকর্ড ভেঙে দেবে।’ এখন দেখার বিষয় হলো, কে বা কারা ৭৩ ঘণ্টা কিংবা ৩ দিনে ৭ মহাদেশ ভ্রমণের এই রেকর্ড ভাঙেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।