দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বে প্রতি বছেই প্রায় ৮৮ লাখ টন খেজুর উৎপাদিত হয়। যার ১৭ শতাংশ হয়ে থাকে সৌদি আরবে। তবে এমন এক খেজুর কারখানার কথা আজ রয়েছে যার সব কর্মীই নারী!
খেজুর উৎপাদনের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা মুসলিম দেশ সৌদি আরবে খেজুর কারখানা রয়েছে ১৫৭টি। যারমধ্যে একটি কারখানার ব্যবস্থাপনা থেকে শুরু করে ভারী যান চলাচলসহ যাবতীয় কাজই পরিচালিত হয় নারীদের দ্বারা। ডয়চে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, আল-আহসা অঞ্চলে অবস্থিত ওই খেজুর কারখানাটির নাম ইবনে জায়েদ। যে কারখানায় প্রায় ১০০ নারী কর্মরত রয়েছেন। আগে এটি বিদেশি শ্রমিকদের মাধ্যমে পরিচালিত হলেও গত কয়েক বছর ধরে এর দায়িত্ব রয়েছে নারীদের কাঁধে। এইসব নারীরা প্রতি বছর ১ লাখ টন খেজুর উৎপাদন করেন।
সংবাদ মাধ্যমটির খবরে আরও জানা যায়, কারখানাটির ম্যানেজমেন্ট থেকে শুরু করে হিসাবরক্ষক, মান নিয়ন্ত্রণ, প্যাকেজিংসহ সব ধরণের কাজই করে থাকেন এইসব নারীরা। এমনকি ফর্কলিফটও চালান নারীরাই।
প্রতিষ্ঠানটিতে কর্মরত নারী কর্মী আকিলাহ আলি জানিয়েছেন, প্রথম দিকে কিছু জটিলতা ছিলো। ভারী ট্রাক চালানো শুধুমাত্র পুরুষের কাজ মনে করা হতো। কিন্তু আমি খুশি, কারণ হলো মেয়েরাও নতুন যে কোনো কাজ করতে পারে ও সফল হতে পারে সেই প্রমাণ হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সরকার নারীর উপস্থিতি বাড়ানোর জন্য বেশ কিছু সংস্কার চালু করে। ২০১৭ সালে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ঘোষণা করেছিলেন যে, নারীরাও গাড়ি চালাতে পারবেন।
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভিশন ২০৩০ সংস্কার পরিকল্পনাও চালু করেন। এর লক্ষ্যই হলো সৌদির অর্থনীতিতে বৈচিত্র্য আনা ও নারীর শ্রমশক্তির অংশগ্রহণ বৃদ্ধি করা।
এই কারখানাটি পূর্বে বিদেশি প্রবাসী শ্রমিকদের দ্বারা পরিচালিত হতো। তবে দেশটির নতুন দিকনির্দেশনা অনুযায়ী নারীরাও কাজের অনুমতি পাচ্ছে। যে কারণে কারখানাটির মালিক বিদেশি শ্রমিকদের বাদ দিয়ে সৌদি নারীদের নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।