দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দরজা খুলে সেলফি তুলতে এবং ভিডিও করতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েছিল ‘S2-AIB, R-66’ নামে কক্সবাজারের হেলিকপ্টারটি।
সংবাদ মাধ্যমকে এমন তথ্য দিয়েছেন কক্সবাজারের উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
ওইদিনের দুর্ঘটনায় আহত পাইলট শফিকুল ইসলামের উদ্ধৃতি দিয়ে ওসি জানিয়েছেন, হেলিকপ্টার সাকিব আল হাসানকে ইনানিতে নামিয়ে দিয়েই ফেরার পথে পাইলটের কথা অমান্য করে নিহত শাহ আলমসহ অন্যরা হেলিকপ্টারের দরজা খুলে ছবি তুলছিল এবং ভিডিও করছিল। সে কারণে বাতাসের তারতম্যে ভারসাম্য হারিয়ে ফেলে এবং বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।
এদিকে উখিয়া সহকারী পুলিশ সুপার আব্দুল মালেক মিয়া বলেছেন, বর্তমানে উখিয়া থানা পুলিশের হেফাজতে বিধ্বস্ত হেলিকপ্টারটি রাখা হয়েছে। মেঘনা অ্যাভিয়েশনের লোকজন এলেই বিধ্বস্ত হেলিকপ্টারটি নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
উল্লেখ্য, শুক্রবার সকালে বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইনানি নামিয়ে দিয়ে ফেরার পথে জেলার উখিয়ার রেজু খালের মোহনায় মেঘনা অ্যাভিয়েশনের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে শাহ আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত ও পাইলটসহ আরও ৪ জন আহত হয়। খবর অনলাইন সংবাদ মাধ্যমের।