দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাপ আতঙ্ক একটি বড় আতঙ্ক। এমনই একটি ঘটনা সম্প্রতি ঘটেছে। সাপ আতঙ্কে পুরো গ্রামবাসী অস্থির হয়ে পড়েছেন!
ওই গ্রামটির আনাচে-কানাচে নাকি সারক্ষণ ঘুর ঘুর করছে সাপ। বাড়ির মধ্যে-বাইরে, বাগানে, রাস্তায় সবখানেই যেনো সাপের আতঙ্ক। এমন একটি ঘটনা সম্প্রতি ঘটেছে ভারতের দক্ষিণ ২৪ পরগনার ক্যানিঙে। ওই গ্রামটিতে আচমকা সাপের উপদ্রব বেড়ে গেছে।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ক্যানিং ১ ব্লকের গোলাবাড়ির কাছারিঘাট পাড়া হতে কয়েকদিন আগে প্রায় ১২টি কেউটে সাপ ধরা পড়ে। কয়েকদিন আগে ওই পাড়ার একজনকে কেউটে সাপে কামড়ে দেয়। তাকে ক্যানিং হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বন বিভাগের তরফ হতে বলা হয়, সম্প্রতি ওই এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। বন দফতরের টিম সেখানে গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ক্যানিঙের বাসিন্দারা জানিয়েছেন, রাতে-দিনে যখন তখন মাটির বাড়ি, পাকা বাড়ির মেঝেতে, ঘরের চালে সব স্থানেই ঘুরে বেড়াচ্ছে কেউটে সাপ! সাপের ভয়ে অনেকেই জাল দিয়ে ঘর ঘিরে রাখারও চেষ্টা করছেন! আবার অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন।
ইতিমধ্যেই ক্যানিঙে সাপের কামড়ে বেশ কয়েকজনের মৃত্যু খবরও পাওয়া যায়। সে কারণে আতঙ্ক আরও বেড়ে গেছে। এই সময়টিতে ডিম ফুটে কেউটে সাপের বাচ্চা জন্মায়। বাচ্চা হওয়ার পর তারা গর্ত হতে বেরিয়ে আসার চেষ্টা করে। তাই এখন সাপকে বিক্ষিপ্ত অবস্থায় আনাচে কানাচে ঘুরতে দেখা যাচ্ছে।
জানা গেছে, ইটখোলা গ্রাম পঞ্চায়েত এই সাপের উপদ্রব হতে বাঁচার জন্য ব্লিচিং পাউডার দিয়ে গর্তগুলি বুজিয়ে দেওয়ার ব্যবস্থা নিয়েছে। যাতে সাপ বাইরে বের হতে না পারে।