দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ম্যাচে গতকালের দিনশেষে ১২৮ রানের লিড বাংলাদেশের। পোনে ১০টায় খেলা শুরুর কথা রয়েছে।
গতকাল (শনিবার) ইমরুল-মাহমুদউল্লাহর ৮৬ রানের জুটিতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। দ্বিতীয় দিন (গতকাল) শেষে ১২৮ রানের লিড পেয়েছে বাংলাদেশ। ৫৯ রানে অপরাজিত রয়েছেন ইমরুল।
২৪ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। প্রথম ১০ ওভার হতে এই দুজন তোলেন ৫৬ রান। ১৩তম ওভারে তামিমকে ফিরিয়ে ৬৫ রানের জুটি ভাঙেন অভিষিক্ত জাফর আনসারি। তার বলে লেগস্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান তামিম (৪৭ বলে ৪০ রান করে)।
তারআগে প্রথম ইনিংসে বাংলাদেশের ২২০ রানের জবাবে ২৪৪ রানে অলআউট হয়ে ইংল্যান্ড। যে কারণে ইংল্যান্ড লিড পেয়েছিল ২৪ রানের।
সংক্ষিপ্ত স্কোর :
প্রথম ইনিংস বাংলাদেশ : ৬৩.৫ ওভারে ২২০ (তামিম ১০৪, মুমিনুল ৬৬, মাহমুদউল্লাহ ১৩, সাকিব ১০; মঈন ৫/৫৭, ওকস ৩/৩০, স্টোকস ২/১৩ )।
ইংল্যান্ড প্রথম ইনিংস : ৮১.৩ ওভারে ২৪৪ (র“ট ৫৬, ওকস ৪৬, রশিদ ৪৪*; মিরাজ ৬/৮২, তাইজুল ৩/৬৫, সাকিব ১/৪১)।