দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফোন বড় বলে আপনার পকেটে রাখতে খুব অসুবিধা? তবে এখন থেকে আর কোনো চিন্তা নেই। কারণ স্যামসাংয়ের নতুন স্মার্টফোন আসছে যা ভাঁজ করা যাবে!
সম্প্রতি স্যামসাং নতুন এক ধরণের স্মার্টফোন তৈরির পরিকল্পনা নিয়েছে, যে ফোন ভাঁজ করে সহজেই পকেটে রাখা যাবে! ওই স্মার্টফোনটির মাঝামাঝি বরাবরই ভাঁজ করা যাবে। ভাঁজের দুই দিকে থাকবে দুটি ডিসপ্লে। এর বিপরীত দিকে থাকবে বিশেষ কীপ্যাড।
প্রতিষ্ঠানটি নতুন এই স্মার্টফোনটির জন্য ইতিমধ্যে প্যাটেন্ট আবেদনও করেছে। আগামী বছরের শুরুতেই স্যামসাংয়ের ভাঁজ করা এই স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে বলে ধারণা করা যাচ্ছে।
জানা যায়, প্যাটেন্টের কনসেপ্ট স্কেচ অনুযায়ী, স্যামসাংয়ের নতুন এই ফোনটিতে ভাঁজ করার সুবিধাযুক্ত ডিসপ্লে ব্যবহার করা হবে।
এই স্মার্টফোনের ভাজ করা অংশটি কাজ করবে অনেকটা মাইক্রোসফটের সারফেস বুক ল্যাপটপ কাম ট্যাবলেটের মতোই কাজ করবে। অবশ্য স্যামসাংয়ের ভাঁজ করা ফোনের এই ধারণাটি একেবারে নতুন নয়। স্যামসাং এর আগেও ২০১৫ সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে ভাঁজ করা ফোনের ঘোষণা দেয়। তখন ওই প্রকল্পের নাম রাখা হয়েছিলো ‘প্রজেক্ট ভ্যালি’।