দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন যে, ফিলিস্তিনের প্রতি ইসরাইলি সরকারের নীতির কারণে দেশটি ‘বিপজ্জনক স্থানে’ পরিণত হচ্ছে।
গত রবিবার ব্রুকিংস ইন্সটিটিউটের বার্ষিক সাবান ফোরামের এক বৈঠকে সাংবাদিক ও শ্রোতাদের প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন তিনি।
কেরি আরও জানান, দীর্ঘকালীন শান্তি প্রক্রিয়া ‘আরও খারাপে’র দিকেই যাচ্ছে ও ‘ভুল পথে পরিচালিত হচ্ছে’।
সাবান ফোরাম হলো সেন্টার ফর মিডল ইস্ট পলিসি পরিচালিত যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের মধ্যে বার্ষিক আলোচনার সমাবেশ। রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে দু’দেশের নেতাদের মধ্যে এখানে আলোচনা হয়ে থাকে।
কেরি জানান, ফিলিস্তিন ইস্যুতে ইসরাইল আরও বিপজ্জনক হয়ে উঠেছে। তার এই বক্তব্যের সমালোচনা করেছে টাইমস অব ইসরাইল অনলাইন।
সেখানে কেরির এই মন্তব্যকে ‘যন্ত্রণাদায়ক তিরস্কার’ বলে উল্লেখ করা হয়। কেরির মন্তব্যের পূর্বে ওই অনুষ্ঠানে স্যাটেলাইটের মাধ্যমে অংশ নেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।