দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের নানা প্রান্তে নানা ধরনের উৎসব হয়। তবে আজ রয়েছে বিশ্বের কয়েকটি বিখ্যাত ব্যতিক্রমি উৎসবের খবর।
এসব উৎসবের তালিকায় রয়েছে ভারতের হোলি থেকে শুরু করে থাইল্যান্ড, নেদারল্যান্ড, ইটালি, স্পেন ও জাপানের উৎসবও। আজ তুলে ধরা হলো এমনই ৬টি উৎসবের কথা।
সংক্রান উৎসব
থাইল্যান্ডের বিখ্যাত উৎসবের নাম হলো সংক্রান। এটি মূলত এক পানির উৎসব। পানি ছিটিয়ে এই উৎসব উদযাপন করা হয়। এতে অংশ নেয় থাইল্যান্ডের ঐতিহ্যবাহী হাতি।
হোলি
ভারতের বিখ্যাত এই উৎসবকে অনেকেই রঙের উৎসব বলে থাকেন। কারণ হলো এই উৎসবে ব্যবহৃত হয় অনেক ধরনের রং।
বাবফ্লাওয়ার প্যারেড
এই উৎসবটি পালিত হয় নেদারল্যান্ডসে। এটি মূলত বসন্তকালীন ফুল নিয়ে পালিত হয়ে থাকে। অনুষ্ঠানে থাকে ব্যান্ড মার্চ এবং অন্যান্য কাজ।
ব্যাটল অব দ্য অরেঞ্জেস
এ উৎসব হয় ইটালিতে, যেখানে প্রধান ভূমিকা হলো কমলার। মূলত একে অন্যকে কমলা ছুড়ে এই উৎসব পালিত হয়ে থাকে। এই অঞ্চলের সবচেয়ে বড় উৎসব এটি।
চেরি ফোটার উৎসব
চেরি ফোটার উৎসব উদযাপিত হয় জাপানে। এই উৎসব স্থানীয় অনেকেই পিকনিক করে পালন করে।
লাস ফলস
স্পেনের এই উৎসবে পানি হতে আগুন, সবই ব্যবহৃত হয়। বসন্তকালের এই উৎসবে বিশাল শোভাযাত্রাও থাকে।