দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি সূর্য উঠবে বলে বাংলাদেশ অপেক্ষা করেছিল প্রায় দেড় যুগ। সেটি উঠলো ২০১৭ সালের এই দিনে। বিদেশের মাটিতে শক্তিশালী দলের বিপক্ষে প্রথম জয় পেয়েছে শততম।
আজ শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে মুশফিকুর রহিমের দল। এই জয় বদলে দিয়েছে বাংলাদেশকে।
ওয়ানডেতে গত কয়েক বছর ধরেই বদলে যাওয়া এক বাংলাদেশকে দেখছে ক্রিকেট বিশ্ব। তবে টেস্টে সেই বর্ণহীনভাবটা কিছুতেই কাটছিল না। অবশেষে ইতিহাসে চতুর্থ দেশ হিসেবে নিজেদের শততম ম্যাচে জয় পেয়েছে লাল-সবুজের নায়করা। বিশ্বের কাছে বার্তা পৌঁছে গেছে, এবার টেস্টে উত্থান ব-দ্বীপের।