দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে দুই বাংলায় এক আলোচিত অভিনেত্রীতে পরিণত হয়েছেন নুসরাত ফারিয়া। এবার তিনি অভিনয় করতে চলেছেন মারাদাঙ্গা চরিত্রে।
যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করে ইতিমধ্যে সকলের নজড় কাড়তে সমর্থ হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ইতিমধ্যেই তিনি যৌথ প্রযোজনার বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। আমার বলিউডে ছবি করতে চলেছেন।
এবার নসরাত ফারিয়া ওপার বাংলার অন্যতম জনপ্রিয় নায়ক জিৎ এর বিপরীতে অ্যাকশন চরিত্রে অভিনয় করেছেন ।
জানা গেছে, ‘বস-২’ সিনেমার একটি দৃশ্যে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন নুসরাত ফারিয়া- এমন একটি দুর্ধর্ষ ছবি প্রকাশ করেছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এতে আয়েশা নামের একটি চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া।
সংবাদ মাধ্যমকে ফারিয়া বলেন, ‘প্রকাশিত ছবিটি দেখে দর্শক কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আমার চরিত্রটি কেমন হতে পারে। আমার এই চরিত্রটি মারদাঙ্গা ও অ্যাকশননির্ভর। অভিনয় করতে গিয়ে অনেক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি এবার। মার্শাল আর্টের স্টান্ড শিখতে হয়েছে আমাকে। কঠোর পরিশ্রমও করতে হয়েছে।’
বাবা যাদব পরিচালনা করেছেন বস-২ ছবিটি । যৌথ প্রযোজনার এই ছবিতে ওপার বাংলার প্রযোজনা প্রতিষ্ঠান হলো এসকে মুভিজ।
উল্লেখ্য, ইতিপূর্বে ‘বাদশা’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ওপারের জিৎ ও এপারের ফারিয়া জুটি।