দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্পাইডারম্যানের মতো বাস্তবে এক শিশুকে পাওয়া গেছে যে কিনা দেওয়াল বেয়ে উঠতে পারে! সত্যিকার এমন স্পাইডারশিশুর দেখা পাওয়া গেছে ইরানে।
![বাস্তবের এক স্পাইডারম্যান শিশু পাওয়া গেছে ইরানে! [ভিডিও] 1 বাস্তবের এক স্পাইডারম্যান শিশু পাওয়া গেছে ইরানে! [ভিডিও] 1](https://thedhakatimes.com/wp-content/uploads/2017/04/real-Spiderman-children-in-Iran-750x430.jpg)
ডেইলি মেইল জানিয়েছে, মাত্র তিন বছর বয়সী ইরানি শিশুটির নাম আরাত হোসাইন। সে বর্তমানে বহুধরনের জিনম্যাস্টিকস কসরত দেখাতে সক্ষম। তবে সে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে খাড়া দেওয়াল বেয়ে উঠে। একটি পিলার ধরেই সে সোজা উপরে উঠে যেতে পারে অনায়াসে।
শুধু হাত-পা ব্যবহার করেই সে নানা কসরত দেখায়। তার এ কাজে তেমন কোনো সরঞ্জামও সে ব্যবহার করে না।
ইন্টারনেটে তার দেওয়াল বেয়ে ওঠার ও আরও কয়েকটি ভিডিও বর্তমানে ভাইরাল। এছাড়া তার আরও কিছু শারীরিক কসরত অনলাইনে দেখা গেছে।
দেখুন সেই ভিডিওটি
https://www.youtube.com/watch?v=RK1bNb8OHLI