দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জিওনি চার ক্যামেরার একটি স্মার্টফোন বাজারে ছাড়তে চলেছে। নতুন এই ফোনটির মডেল হলো এস১০।
নতুন এই ফোনটির রিয়ার ও ফ্রন্টে দুইটি করে ক্যামেরা থাকবে। ফোনটি ২৬ মে হতে বাজারে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে চীনের ওয়েবসাইট উইবোর এক প্রতিবেদনে জানানো হয়, জিওনির নতুন স্মার্টফোনটিতে চার জিবি র্যাম থাকবে। স্মার্টফোনটি অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত।
নতুন এই স্মার্টফোনটি দুইটি রিয়ার ক্যামেরার একটি ১৬ মেগাপিক্সেলের ও অন্যটি হবে ৮ মেগাপিক্সেলের। অন্যটি দুই ফ্রন্ট ক্যামেরার একটি হবে ২০ মেগাপিক্সেলের, অপরটি ৮ মেগাপিক্সেলের।
নতুন এই স্মার্টফোনটির ব্যাটারি ৩৪৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। জিওনির নতুন এই স্মার্টফোনটিতে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকবে। ডিসপ্লের রেজুলেশন হবে ১০৮০x১৯২০ পিক্সেল। তবে ফোনটির দাম সম্পর্কে এখনও কিছু বলা হয়নি।