দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২৮ মে ২০১৭ খৃস্টাব্দ, ১৪ জ্যৈষ্ঠ ১৪২৪ বঙ্গাব্দ, ১ রমজান ১৪৩৮ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
টমেটো। আমরা সবাই জানি টমেটোর কথা। তবে টমেটোর গুণাগুণের কথা আমাদের অনেকের অজানা।
টমেটো দেখতে খুব সুন্দর একটি ফল। আগে এটি কেবলমাত্র শীতের সময় অর্থাৎ এটি সিজেনাল ফল ছিল। কিন্তু এক টমেটো সারা বছর চাষ হয়। টমেটোর বহু গুণাগুণ রয়েছে। স্বাস্থ্যের জন্য বহুবিধ কাজ করে এই টমেটো। তবে সাম্প্রতিক সময় কিছু বিদেশী জাত ও ফরমালিনের জন্য এই টমেটোর প্রতি আমাদের আগ্রহ অনেক কমে গেছে। আমাদের সকলকে সতর্ক করতে হবে। যাতে এই টমেটোতে এই ধরনের কোন কিছু ব্যবহার করতে দেওয়া না হয়। আজকের সকালে এমন সুন্দর টমেটোর ছবির জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ছবি: downloadclipart.org এর সৌজন্যে।