দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ৭ অক্টোবর ২০১৭ খৃস্টাব্দ, ২২ আশ্বিন ১৪২৪ বঙ্গাব্দ, ১৬ মুহররম ১৪৩৯ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি আপনারা দেখছেন সেটি মরক্কোর আইদ বেনহাদু। অত্যন্ত মনোরম একটি প্রাকৃতিক দৃশ্য। পর্যটকদের জন্য এটি একটি মোহনীয় স্থান।
আইদ বেনহাদু ইউনেস্কো ঘোষিত এবং সংরক্ষিত বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান। এই শহরটি সাম্প্রতিক সময় বিখ্যাত হয়ে উঠেছে ‘গেইম অব থ্রোনস’ সিরিয়ালটির কারণে। ইতিপূর্বে এটি পরিচিত ছিলো ‘গ্ল্যাডিয়েটর’ ও ‘কিংডম অব হেভেন’ চলচ্চিত্র চিত্রায়ণের জন্য। পর্যটকরা অভিভূত হবেন এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্যে। বেড়াতে গিয়ে চড়তে পারেন বিভিন্ন স্থানে, ঘুরে দেখতে পারেন শপিংমলগুলো এবং শহরের চূড়ায় উঠে দেখতে পারেন বিস্ময়করসব সৌন্দর্য। সত্যিই এক চমৎকার স্থান হলো মরক্কোর এই আইদ বেনহাদু।
ছবি ও তথ্য: http://www.deshebideshe.com এর সৌজন্যে।