দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, ‘ফিলিস্তিন একদিন মুক্ত হবেই, মুসলমানদের বিজয় হবে’।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, ফিলিস্তিন মুক্ত হবে ও বায়তুল মোকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার তৎপরতা হতে তাদের অক্ষমতাই ফুটে উঠেছে। ইরানের সর্বোচ্চ এই নেতা বলেছেন, চূড়ান্তভাবে মুসলমানরাই বিজয়ী হবে।
পবিত্র ঈদে মিলাদুন্নাবী উপলক্ষে তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনে অংশগ্রহণকারী শত শত বিদেশী অতিথি ও মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূত এবং ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরকে দেওয়া এক সাক্ষাতে তিনি গতকাল (বুধবার) এসব কথা বলেছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, ইসলামের শত্রুরা বায়তুল মোকাদ্দাসকে (জেরুজালেম) দখলদার ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করবে বলে দাবি করছে। এই তৎপরতা হতে তাদের দুরবস্থা এবং অক্ষমতাই ফুটে উঠেছে। মুসলিম বিশ্ব শত্রুদের এসব ষড়যন্ত্র রুখে দেবে। ফিলিস্তিন ইস্যুতে শত্রুদের লক্ষ্য পূরণ হবে না বলেও তিনি ঘোষণা করেছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, বর্তমানে মহানবী (সা.)’র নির্দেশিত পথ এবং মুসলিম উম্মাহ’র বিরুদ্ধে যারা ঐক্যবদ্ধ হয়েছে তাদের মধ্যে সাম্রাজ্যবাদী আমেরিকা এবং বর্ণবাদী ইসরাইলের পাশাপাশি মুসলিম দেশগুলোর কিছু লম্পট এবং চরিত্রহীনও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি আরও বলেন, আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও তাদের অনুসারীরাই হচ্ছে বর্তমান যুগের ফেরাউন। তিনি আরও বলেন যে, আমেরিকার শাসক গোষ্ঠী বর্তমানে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ বাধানোর চেষ্টা করছে। তারা নতুন যুদ্ধের মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছে। দুঃখজনকভাবে বলতে হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশের শাসক ও নেতারা আমেরিকার সঙ্গে তাল মেলাচ্ছে। তিনি আরও বলেন, যারা যুদ্ধ চায় ও যুদ্ধই যাদের নীতি, তাদেরকে আমরা সুপরামর্শ দিচ্ছি। আমরা বলছি যে, জালিমদেরকে সহযোগিতা করার মাধ্যমে তারা মূলত নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হবে। মধ্যপ্রাচ্যের কিছু কিছু সরকার যেসব কাজ-কর্ম করছে কুরআনের বক্তব্য অনুযায়ী তাদের ধ্বংস অনিবার্য।
ইরানের সর্বোচ্চ এই নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি আরও বলেছেন যে, ইসলামি প্রজাতন্ত্র ইরান ঐক্যের পক্ষে ও কোনো মুসলিম জাতির সঙ্গে ইরানের কোনো রকম বিরোধ নেই।