দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৮ তে আজ দ্বিতীয় সেমিফাইনাল রাত ১২টায়। ফ্রান্স চলে গেছে ফাইনালে। আজকের খেলার পর বোঝা যাবে ফ্রান্সের সঙ্গে ফাইনালে কে খেলবে ইংল্যান্ড নাকি ক্রোয়েশিয়া?
রাশিয়া বিশ্বকাপ ফুটবলের শেষপ্রান্তে এসে পৌঁছেছে। আজকের দ্বিতীয় সেমিফাইনাল খেলা হলে বোঝা যাবে কে ফাইনালে খেলছে ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ড নাকি ক্রোয়েশিয়া?
ইতিমধ্যেই অনেক হিসাব নিকাশ শুরু হয়েছে বিশ্বকাপ ফাইনাল নিয়ে। ইংল্যান্ডকে অনেকেই টপ ফেবারিট বললেও ক্রোয়েশিয়ার দুর্দান্ত প্রভাব দেখে সঠিকভাবে বলা যাচ্ছে না আসলে কে যাচ্ছে ফাইনালে। তবে সব জল্পনার অবসান হবে আজ (বুধবার) রাত ১২টার খেলা শেষ হলে। এখন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত।
দ্বিতীয় সেমিফাইনাল:
১১ জুলাই: ক্রোয়েশিয়া-ইংল্যান্ড
(লুঝনিকি, রাত ১২টা)
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ :
১৪ জুলাই:
বেলজিয়াম-
(পিটারসবার্গ, রাত ৮টা)
(পিটারসবার্গ, রাত ৮টা)
ফাইনাল ম্যাচ :
১৫ জুলাই:
ফ্রান্স-
(লুঝনিকি, রাত ৯টা)
(লুঝনিকি, রাত ৯টা)