দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ, ১২ রবিউস সানি ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের ৩টি বিশ্ব ঐতিহ্যের একটি হলো এই বাগেরহাটের চুনাখোলা মসজিদ। একে বলা হয় ‘ঐতিহাসিক মসজিদের শহর’। যেখানে বিশ্বখ্যাত ষাটগম্বুজ মসজিদসহ তৎকালীন খলিফতাবাদ নগরের আরও কয়েকটি দৃষ্টিনন্দন এবং অনুপম কারুশৈলীর মসজিদ রয়েছে।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের হারিয়ে যাওয়া ১৫টি ঐতিহাসিক নগরীর অন্যতম মধ্যযুগীয় শহর হলো খলিফতাবাদ। হযরত খানজাহান (র.) নির্মিত প্রাচীন এই শহরকে ১৯৮৫ সালে ঐতিহাসিক মসজিদের শহর হিসেবে ৩২১ নম্বর ‘বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য’র তালিকাভুক্ত করে ইউনেস্কো।
উল্লেখ্য, ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাটের উল্লেখযোগ্য নিদর্শনগুলো হলো: খানজাহান নির্মিত ষাটগম্বুজ মসজিদ, বিবি বেগনি মসজিদ, চুনাখোলা মসজিদ, জিন্দাপীর মসজিদ, নয়গম্বুজ মসজিদ, রণবিজয়পুর মসজিদ, রেজা খোদা মসজিদ, সাবেকডাঙ্গা মনুমেন্ট এবং সিঙ্গাইর মসজিদ।
তথ্য: www.banglanews24.com এর সৌজন্যে।