দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১৭ আগস্ট ২০১৯ খৃস্টাব্দ, ২ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, ১৫ জ্বিলহজ্ব ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
ফ্রান্স বেশ কয়েকটি বিখ্যাত স্থান রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই বিশ্বখ্যাত আইফেল টাওয়ার। এটি ভ্রমণের জন্য বিশ্বের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ ফ্রান্সে আসেন।
সত্যি কথা বলতে ফ্রান্সের দর্শনীয় বা আকর্ষণীয় স্থানের কথা বলা হলেই আমাদের চোখের সামনে ভেসে উঠে আইফেল টাওয়ার এর কথা। এই টাওয়ারের অবস্থান প্যারিস শহরে।
এটির নির্মাতা গুস্তাভো আইফেল ১৮৮৯ সালে প্যারিস আন্তর্জাতিক প্রদর্শনীর প্রবেশদ্বার তোরণ হিসেবে এটি নির্মাণ করেছিলেন। এই টাওয়ারটি লম্বায় ৩২৪ মিটার (১,০৬৩ ফুট)। মোট ১৮,০৩৮ টি লোহার খণ্ড দিয়ে তৈরি বিভিন্ন আকৃতির ছোট-বড় কাঠামো জোড়া দিয়ে তৈরি করা হয় এই আইফেল টাওয়ার। দর্শনার্থীদের পরিদর্শনের জন্য লৌহ নির্মিত এই আইফেল টাওয়ারটিতে মোট ৩টি স্তর রয়েছে। তবে এর তৃতীয় তলা প্যারিস শহর পর্যবেক্ষণ করার জন্য সর্বাধিক জনপ্রিয়।