দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের কেরালায় বন্যা পরিস্থিতি ভয়ংকর আকার ধারণ করায় সেখানকার পরিস্থিতি শোচনীয়। তাই বলে তো আর বিয়ে থেমে থাকতে পারে না। তাইতো রান্নার কড়াইয়ে চেপে বিয়ের আসরে হাজির হলেন বর-কনে!
বন্যা পরিস্থিতি শোচনীয় হলেও আজব কাণ্ড করে ফেলেছে সেখানকার এক নব দম্পতি। বিশাল এক রান্নার কড়াইয়ে বসে বিয়ের মন্ডপে পৌঁছেছেন তারা। ইতিমধ্যেই তাদের কড়াই নৌকার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, কেরালার আলাপ্পুজা জেলায় থাকেন আকাশ এবং ঐশ্বর্য। করোনা পরিস্থিতিতেই দুইজনের বিয়ে ঠিক হয়েছিলো। খুব বেশি লোকজনকে নিমন্ত্রণও করা হয়নি। গত সোমবার সকালে ছিল তাদের বিয়ের লগ্ন। গত কয়েকদিন ধরেই তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কেরালার বিভিন্ন এলাকা। আকাশ-ঐশ্বর্যের বিয়ের মণ্ডপে পানি না উঠলেও সেখানে যাওয়ার রাস্তা পুরোটাই পানিতে তলিয়ে যায়।
কী করা যাবে? তা নিয়ে চিন্তা ছিল দুই পরিবার। সময়মতোই বিয়ে সারতে হবে। তখনই কেও একজন রান্নার বিশাল কড়াইকে নৌকায় রূপান্তরিত করার বুদ্ধি দিয়েছেন। যেমনি ভাবা, ঠিক তেমনি কাজ। ঐশ্বর্যকে নিয়ে রান্নার কড়াইয়ে চড়ে বসেন তিনি। যখন তারা মণ্ডপের দিকেই যাচ্ছিলেন, তখনই কেউ একজন ভিডিও করেন। ক্যামেরাপারসনের দিকে তাকিয়ে অভিবাদনও জানান আকাশ।
নির্দিষ্ট সময় বিয়ের মণ্ডপে পৌঁছে যান এই যুগল। রীতি মেনে বিয়েও সারেন তারা। জানা যায়, স্থানীয় হাসপাতালে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেন ঐশ্বর্য এবং আকাশ। তারা জানিয়েছেন, দু’দিন আগেও এই রাস্তায় পানি ছিল না। আচমকা বৃষ্টিতে সবকিছু ভেস্তে যাওয়ার উপক্রম হয়। তবে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে শেষ পর্যন্ত বিয়ে সম্পন্ন হলো তাদের। এতেই বেজায় খুশি নবদম্পতি!
দেখুন ভিডিওটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।