দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি সিনেমাতেও নাম লিখিয়েছেন, ‘পদ্মপুরাণ’ সিনেমার আবহসংগীতসহ চলচ্চিত্রটির থিম সং ‘শোনাতে এসেছি আজ পদ্মাপুরাণ’ গান কম্পোজিশন করেছেন জাহিদ নিরব।
সেই ২০১৫ সালের কথা। তখন চিরকুট ব্যান্ডের ড্রামার পাভেল আরিনের হাত ধরে ‘আয়নাবাজি’ সিনেমার ‘দুনিয়া’ গানে হারমোনিয়াম বাজিয়ে চিরকুটের সাথে যাত্রা শুরু করেছিলেন জাহিদ নিরব।
এই পরিচয়ের বাইরে বিজ্ঞাপন দুনিয়ায় বেশ আলোচিত জাহিদ নিরব; ২০১৮ সাল থেকে প্রায় ৩ শতাধিক বিজ্ঞাপনের মিউজিক করেছেন। শুধু বিজ্ঞাপনের আবহসংগীতই নয় ‘ক্লোজআপ কাছে আসার গল্প’, শর্ট ফিল্ম ও ফিকশনে কাজ করে তিনি ইতিমধ্যে আবহসংগীতে আলো ছড়াচ্ছেন।
চলতি বছর মুক্তি পাওয়া আলোচিত ‘মহানগর’ ওয়েব সিরিজের কাজেও পেয়েছেন প্রশংসা। ওই সিরিজটির আবহসংগীত মনে থাকার কথা সবার। থ্রিলার সিরিজটিকে আরও বেশি রহস্যবৃত করে আবহসংগীত সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে জাহিদ নিরব।
শুধু ‘মহানগর’ই নয়, ‘মুন্সিগিরি’, ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’র মতো ওয়েব ফিল্মের আবহসংগীতও করেছেন তিনি। বর্তমানে জাহিদ নিরব কাজ করছেন জনপ্রিয় ব্যান্ডদল চিরকুটের কি-বোর্ডিস্ট হিসেবে।
উল্লেখ্য, জাহিদ নিরব আলোচিত চিত্রনায়িকা পরীমণির ‘প্রীতিলতা’ এবং আরিফিন শুভর ‘নূর’ সিনেমার আবহসংগীতের কাজও করছেন। পারিবারিকভাবেই সংগীতের ভুবনে যাত্রা শুরু করা জাহিদ নিরবের সংগীতে হাতেখড়ি বাবার হাত ধরে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।