দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। অভিনয়ও করছেন নিয়মিত। তার অভিনীত সিনেমার জন্য বারবার খবরের শিরোনাম হলেও এবার এক ব্যতিক্রম ফটোশুট করে বিতর্কে জড়িয়েছেন তিনি।
সম্প্রতি ‘পেপার ম্যাগাজিন’র এক ফটোশুটে তিনি পুরো নগ্ন হয়ে শুট দেন। তারপর সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় নেটমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড়।
শুধুমাত্র তর্কেই থেমে থাকেনি, এই ফটোশুটের কারণে প্রথমে থানায় অভিযোগ দায়ের, পরবর্তীতে এক নারী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তবে একাধিক সূত্র হতে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে তার নগ্ন ফটোশুটের ছবিটি তিনি আপলোড করেননি। এমন ছবির জন্য বিতর্ক হবে এবং ঝামেলায় পড়তে হবে তা আগে বুঝতে পারেননি এই অভিনেতা। সেই কথা রণবীর স্বীকারও করেছেন।
মামলার কারণে গত ২২ আগস্ট তাকে থানায় হাজিরা দিতে সমন পাঠানো হয়। তবে তিনি থানায় যাননি। বরং আরও সময় চেয়ে নেন।
তবে ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে, ২৯ আগস্ট সকাল ৭টার দিকে মুম্বাইয়ের চেম্বুর থানায় নাকি হাজির হন রণবীর। সেখানে তার বয়ান রেকর্ডও করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে থানা থেকে বেরিয়ে যান এই জনপ্রিয় অভিনেতা। প্রয়োজনে আবারও রণবীরকে থানায় ডেকে পাঠাতে পারেন বলে জানিয়েছেন ওই থানার পুলিশ কর্মকর্তা।
ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩, ৫০৯ ও আইটি আইনের ৬৭ (এ) ধারায় রণবীরের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলার বিষয়ে মুম্বাই পুলিশ রণবীরকে থানায় তলবও করেছিল।
উল্লেখ্য, করন জোহরের পরিচালনায় রণবীরের নতুন সিনেমা হলো ‘রকি অর রানি কি প্রেম কাহানি’। এতে তার বিপরীতে রয়েছেন আলিয়া ভাট, আরও অভিনয় করেছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি ও জয়া বচ্চন। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ২০২৩ সালে। তাছাড়াও তামিল সিনেমা ‘অ্যানিয়ান’র হিন্দি রিমেকেও অভিনয় করবেন এই অভিনেতা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।