দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় হইচইয়ের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কারাগার’-২ গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে। প্রথম সিরিজের পর যেমন দ্বিতীয় সিরিজ আসাটা প্রায় নিশ্চিত ছিলো। কিন্তু এবার কী সিরিজের ৩য় পর্ব আসবে?
প্রথম সিজনের শেষে এসে এই সিরিজটি দ্বিতীয় সিরিজে যাবে সেটি একেবারেই নিশ্চিত ছিলো। তবে এই ২য় সিরিজেও কিছু বিষয় অসমাপ্ত রয়ে গেছে। যে কারণে এটিও যে ৩য় সিরিজে যাচ্ছে সেটি বলাই যায়।
তবে ২য় সিরিজ দেখার আগ্রহ দর্শকদের যেমন ছিলো ৩য় সিরিজ দেখার আগ্রহ হয়তো এতোটা নাও থাকতে পারে। কারণ বেশ কিছু বিষয় খোলাসা হয়েছে ২য় সিরিজে এসেই। কিন্তু ৩য় সিরিজে এসে শুধুমাত্র মূল ভূমিকা অর্থাৎ চঞ্চল চৌধুরী কিভাবে পালালো, কোথায় গেলো এবং শেষ পর্যায়ে তার কি পরিণতি হলো সেই বিষয়টিই দেখার রয়েছে।
তবে আগ্রহ যতোটুকুই থাকুক না কেনো। দর্শকদের চাহিদা থাকবেই কারাগার-৩ দেখার।
উল্লেখ্য, হৈচৈয়ের এই সিরিজটি বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ২য় সিরিজটির মুক্তির তারিখ এক সপ্তাহ পিছিয়ে যাওয়ার পর বেশ প্রতিক্রিয়া দেখা যায় দর্শকদের মধ্যে। যে কারণে এটি স্পষ্ট যে, এই সিরিজটি একটি জনপ্রিয় সিরিজে পরিণত হয়েছে। হয়তো দর্শকরা এখন অধির অপেক্ষায় আছেন পরবর্তী সিরিজটি দেখার জন্য। কবে ঘোষণা আসবে তা নিয়ে এখন চলছে জল্পনা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।