দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৩০ ফুট উঁচু টাওয়ারের মাথায় উঠে পড়া যুবকের ঝাঁপ আটকাতে নাজেহাল পুলিশ! শেষ পর্যন্ত কয়েক ঘণ্টার অভিযানে টুলু নামে ওই যুবককে উদ্ধার করার পর আটক করে পুলিশ।
তবে তিনি কেনো ৩০ ফুট উঁচু টাওয়ারে উঠে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন সে বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যায়।
শহরের মাঝামাঝি উঁচু টাওয়ারে বিজ্ঞাপনের হোর্ডিং আটকানো থাকে। গত বুধবার সকালে ওই টাওয়ারের মাথাতে এক যুবককে ঝুলতে দেখলেন শহরবাসী। টাওয়ারের লোহার খাঁচার বেড় ধরে ঝুলছিলেন ওই যুবক। সেখান থেকে নীচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিলেন মাঝে-মধ্যেই। ৩০ ফুট উঁচু (প্রায় ৩তলা বাড়ির সমান) টাওয়ারের উপর থেকে মাটিতে পড়লে ওই যুবকের কী অবস্থা হতে পারে ভেবে শিউরে ওঠেন স্থানীয়রা। খবর চলে যায় পুলিশের কাছে। তারপর বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আত্মহত্যা করতে চাওয়া ওই যুবক টুলুকে টাওয়ার থেকে নীচে নামাতে সফল হয় পুলিশ ও দমকলকর্মীরা। তবে দীর্ঘ সেই প্রক্রিয়ায় নাজেহাল দশায় পড়ে উদ্ধারকারীরা। দিনভর শহরের কেন্দ্রে উদ্ধার কাজ ঘিরে তৈরি হতে থাকে একের পর এক নানা নাটকীয় মুহূর্ত।
আনন্দবাজার পত্রিকার এক খবরে জানা যায়, এই ঘটনাটি ঘটেছে ভারতের ভুবনেশ্বরে। শহরের প্রাণ কেন্দ্র শিশু ভবন স্কোয়ারের এক বিজ্ঞাপনের হোর্ডিংয়ের টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক টুলু। পুলিশ জানিয়েছে, তিনি বালাসোরের বাসিন্দা। পুলিশ ও দমকলকর্মীদের দল তাকে উদ্ধার করতে গেলে টুলুকে চিৎকার করে বলতে শোনা গেছে, তার প্রতি হওয়া অবিচারের প্রতিবাদ করতেই তিনি আত্মহত্যা করতে চান। যদিও তার সঙ্গে কে বা কারা অবিচার করেছেন, আসলে কী সেই অবিচার, তা এখনও জানা যায়নি।
কয়েক ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে টুলুকে উদ্ধার করার পর তাকে আটক করে পুলিশ। তবে তিনি কেনো আত্মহত্যা করতে গিয়েছিলেন সে বিষয়ে পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।