দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় এক বছর পূর্বে গুগল, অ্যাপল, মাইক্রোসফট ও ফিডো ঘোষণা দিয়েছিল তারা পাসওয়ার্ড ছাড়াই একটি নিরাপদ প্লাটফর্ম হিসেবে অনলাইনকে বেছে নিতে চান।
সেজন্যই মাল্টিফ্যাকটর অথেনটিকেশন কিংবা পাসওয়ার্ড ম্যানেজার চালু হয়েছিল। তবে এইসব ম্যানেজারের কিছু সমস্যা রয়েছেই। তবে পাস-কি এবার সেই সমস্যা থেকে মুক্তি দিতে পারে।
মূলত ক্রিপ্টোগ্রাফিক অথেনটিকেশনের মাধ্যমে ব্যবহারকারীর সব ডিভাইস এবং অ্যাকাউন্টে বর্তমানে এক্সেস পাওয়া যাবে। ব্যবহারকারী পাসওয়ার্ড না দিয়েই বায়োমেট্রিক কিংবা সহজ পদ্ধতিতে সব ডিভাইসে যুক্ত থাকতে পারবেন। অর্থাৎ ব্যবহারকারী তার নিজের ডিভাইসে ইনপুট দিলে তবে অনলাইন সুবিধা পাবেন। এভাবে হ্যাকাররা চাইলেও সহজেই হ্যাক করতে পারছেন না। ইতিপূর্বে অ্যাপল গত বছর সেপ্টেম্বরে আইফোনে এই সুবিধাটি এনেছিল। তবে অনলাইনে তা বাস্তবায়নের বিষয়ে বেশি কিছু জানাও যায়নি।
ব্যবহারকারীরা বর্তমানে গুগল অ্যাকাউন্ট দিয়ে পাস-কি নিতে পারবেন। তবে এখনও ওয়ার্কস্পেস অ্যাকাউন্টে এই সুবিধাটি পাওয়া যাচ্ছে না।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।