দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের বিভিন্ন স্থানেই মানুষের বিনোদন বা খেলাধুলার জন্য পার্ক তৈরি করা হয়। এবার শুধুমাত্র কুকুরের জন্য পার্ক তৈরি করা হয়েছে! ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের নয়ডায়। কুকুদের জন্য সেখানে পার্কটি প্রতিষ্ঠা এই প্রথম।
নয়ডার নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি নতুন এই ‘ডগ পার্ক’টি তৈরি করেছেন। এ মাসেই পার্কটির উদ্বোধন করা হয়। নয়ডার সেক্টর ১৩৭ এলাকায় ৩.৮৫ একর জমিতে গড়ে উঠেছে কুকুরদের এই পার্কটি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, পার্কটিতে কুকুরকে নিয়ে হাঁটার জন্য রাস্তাও রাখা হয়েছে। সবুজ গাছগাছালি দিয়ে সাজানো হয়েছে এই পার্ক চত্বরটি। কুকুরদের খেলাধূলার জন্য পার্কে রয়েছে ‘প্লে এরিয়া’। এ ছাড়াও, একটি ফুডকোর্টও রাখা হয়েছে এখানে। কুকুরদের বিনোদনের জন্য পার্কেই রয়েছে পৃথক সুইমিং পুল। এই পার্কটি সাজানো হয়েছে কুকুরের নানা রকম ছবি দিয়ে।
তাছাড়াও, পার্কটিতে রয়েছে কুকুরের চিকিৎসালয়। কোনও কুকুরের শারীরিক কোনও সমস্যা দেখা দিলে বা তার কোনও রোগ থাকলে পার্কে নিয়ে এসে চিকিৎসার বন্দোবস্তও করা যাবে। পার্কে পশুচিকিৎসালয়ের চিকিৎসকও রয়েছেন।
এছাড়াও ফুড কোর্টে পাওয়া যাচ্ছে কুকুরদের উপযোগী নানা খাবার। আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী তাদের জন্য উপযুক্ত ‘ডায়েট’ স্থির করে দেবেন ওই পার্ক কর্তৃপক্ষই। তাছাড়াও, কুকুরদের প্রশিক্ষকও থাকবেন এই পার্কে!
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।