দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সর্বশেষ কোলকাতার তারকা নির্মাতা সৃজিত মুখার্জীর ‘এক যে ছিল রাজা’ ছবিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন বাংলাদেশের জয়া আহসান। তারপর ১০টির বেশি ছবি নির্মাণ করেন সৃজিত, অপরদিকে জয়াও কোলকাতার বিভিন্ন নির্মাতার পরিচালনায় প্রায় ডজন খানেক ছবিতে অভিনয় করেন। তারপরও সৃজিত-জয়াকে আর পাওয়া যায়নি একসঙ্গে!
এবার সৃজিতের আসন্ন ছবি ‘দশম অবতার’ এ চূড়ান্ত হয়েছেন জয়া আহসান। যারমধ্য দিয়ে ৫ বছর পর আবারও জুটি বাঁধতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায় ও জয়া আহসান। এই ছবিতে নায়িকার চরিত্রে দেখা দেবেন দেবী খ্যাত বাংলাদেশের এই অভিনেত্রী জয়াকে।
এই ছবিতে রয়েছে দাপুটে সব অভিনেতা। জয়া আহসান ছাড়াও এই ছবিতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তকেও! নির্মাতার বরাত দিয়ে কোলকাতার সংবাদমাধ্যম জানিয়েছে, এই গুণী চার অভিনেতার সঙ্গে চূড়ান্ত কথাবার্তা হয়ে গেছে। শীঘ্রই শুরু হবে শুটিং।
ইতিপূর্বে সৃজিতের ‘দশম অবতার’ এ নায়িকার জন্য শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে চূড়ান্ত কথা হয়। এই ছবিতে শুভশ্রীকেই নেওয়ার কথা ভেবেছিলেন রাজ। তবে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর আসায় ছবি থেকে সরে দাঁড়ান তিনি। তার পরেই শুরু হয় নায়িকার জন্য দ্বিতীয় বার খোঁজ। অনেকের সঙ্গে কথাও হয়। তবে শেষমেশ একমাত্র জয়াকেই চিত্রনাট্য পাঠানো হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।