দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উদ্বোধন করা হয়েছে নতুন স্মার্টফোন হেলিও ৯০। এডিসন গ্রুপের প্রিমিয়াম হ্যান্ডসেট ব্র্যান্ড হেলিও তাদের স্মার্টফোন লাইনআপে যুক্ত করলো।
১৯ হাজার ৯৯৯ টাকার এই স্মার্টফোনটিতে রয়েছে বর্তমান বাজারে দাম অনুযায়ী সবচেয়ে অত্যাধুনিক ফিচারসমূহ। হেলিও ৯০ সম্পর্কে এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহিদ বলেন, এডিসন গ্রুপ সবসময়ই চেষ্টা করে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে উন্নত প্রযুক্তির হ্যান্ডসেট সরবরাহ করার। হেলিও ৯০ এমনই একটি প্রচেষ্টার ফসল।
হেলিও ৯০ তে রয়েছে লেটেস্ট অ্যান্ড্রোয়েড ১৪ অপারেটিং সিস্টেম। একেবারে লেটেস্ট এ্যান্ড্রোয়েড থাকার কারণে এর ব্যবহারকারীরা পাবেন গুগলের সব অত্যাধুনিক ফিচার ও ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। তাছাড়াও এ্যান্ড্রোয়েড ১৪ এ গ্রাহকরা উপভোগ করতে পারবেন হাই পারফরম্যান্স, অ্যাপ ওপেনিং ও অত্যাধুনিক কাস্টমাইজেশন অপশনগুলো।
হ্যালিও ৯০ স্মার্টফোনটিতে আরও রয়েছে ৬.৭ ইঞ্চ ১২০ হার্জের ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে ও এক্সট্রা প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস ৫ রয়েছে। এছাড়াও রয়েছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কন্টেন্ট স্ট্রিমিং, গেমিং কিংবা দৈনন্দিন কাজে এই ডিসপ্লেটি আপনাকে দিবে অসাধারণ সব ভিজুয়াল এক্সপেরিয়েন্স।
চিপসেট হিসেবে এই হ্যান্ডসেটটিতে আরও রয়েছে মিডিয়াটেক এর গেমিং চিপসেট ৬ ন্যানোমিটার হেলিও জি৯৯ ও প্রসেসরে রয়েছে বিদ্যুৎ গতির ২.২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। এই ডায়নামিক ডুও আপনাকে দিবে মাল্টিটাস্কিং, স্মুথ অ্যাপ ট্রানজিশন ও ভারি গেমস খেলার সুপার ফাস্ট ইউজার এক্সপেরিয়েন্স। এতে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইউএমসিপি৫ টাইপ ইন্টারনাল স্টোরেজ যা দিয়ে আপনি স্টোর করতে পারবেন অনেক অ্যাপ্লিকেশন, ছবি কিংবা ভিডিও। ইউএমসিপি৫ মেমরি প্রযুক্তি থাকার কারণে ডেটা ট্রান্সফারও হবে অনেক দ্রুত সময়ের মধ্যে। তাছাড়াও এক্সটারনাল মেমোরি কার্ডের মাধ্যমে ইন্টারনাল স্টোরেজও বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত।
ফটোগ্রাফি প্রেমীদের জন্য, হেলিও ৯০ নিয়ে এলো ৬৪ মেগাপিক্সেলের এআই চালিত প্রাইমারি ক্যামেরা যার সঙ্গে অটো-ফোকাস ও এফ/১.৮ অ্যাপারচারও রয়েছে, যা স্বল্প আলোতে উজ্জ্বল ও ভালো মানের ছবিও তুলতে সক্ষম। তাছাড়াও সঙ্গে রয়েছে একটি ২ এমপি ম্যাক্রো লেন্স, যা ব্যবহারকারীদের তোলা ছবির সূক্ষ্ম ডিটেইলস খুব সহজেই ক্যাপচার করতে সক্ষম। ৩২এমপি ফ্রন্ট ক্যামেরাসহ ফেস ফোকাস ফিচারটি ব্যবহারকারীর সেলফিগুলোও হবে নিখুঁত ও ভিডিও কল হবে অত্যন্ত মসৃণ, যা সোশ্যাল মিডিয়া প্রেমীদের জন্যও একটি অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য।
হেলিও ৯০ তে আরও রয়েছে ৫০০০এমএএইচ লি-পলিমার ব্যাটারি, যা সারাদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করতে পারবেন এর ব্যাবহারকারীরা। ব্যবহারকারী যাই করুক না কেনো, এই ব্যাটারি ব্যবহারকারীর লাইফস্টাইলের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম। তাছাড়াও চার্জিং এর ক্ষেত্রে ৩৩ডব্লিউ ফাস্ট চার্জার খুব দ্রুত চার্জিং নিশ্চিত করবে।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org